নয়া দিল্লি: উৎসবের মরশুমে যখন আনন্দে মশগুল সকলে, সেই সময়ও সীমান্তে অতন্দ্র পাহারায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। প্রতি বছরই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরও তাঁর ব্যতিক্রম হল না। এবার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী।
এ দিন সকালেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই! এই বিশেষ উৎসব সকলের জীবনে আনন্দ, সুখ-শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক, এই কামনাই করি।”
Reached Lepcha in Himachal Pradesh to celebrate Diwali with our brave security forces. pic.twitter.com/7vcFlq2izL
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছালাম আমাদের বীর জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে।”
देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।
Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
প্রসঙ্গত, প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলি কাটান। ২০১৪ সালে তিনি সিয়াচেনে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে। ২০১৫ সালে পঞ্জাবের খাসায় যান প্রধানমন্ত্রী। ২০১৬ সালে হিমাচল প্রদেশের সুমদোয় যান প্রধানমন্ত্রী মোদী।
Diwali is even more special when celebrated with our brave soldiers. Here are some glimpses from Kargil. pic.twitter.com/FBttExwXhq
— Narendra Modi (@narendramodi) October 24, 2022
২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ ভ্য়ালিতে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন। ২০১৮ সালের উত্তরাখণ্ডের হার্শিলে, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে, ২০২০ সালে রাজস্থানের জয়সালমীর, ২০২১ সালের জম্মু-কাশ্মীরের নৌশেরায়, ২০২২ সালে কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
I feel privileged that I got to spend Diwali with our brave soldiers in Nowshera, not as Prime Minister but as a member of their family.
Here are some glimpses. pic.twitter.com/NfO87v9wQE
— Narendra Modi (@narendramodi) November 4, 2021