PM Narendra Modi: বজায় রাখলেন সেনার সঙ্গে দীপাবলি কাটানোর প্রথা, এবার কোথায় গেলেন নমো?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 12, 2023 | 11:08 AM

PM Modi's Diwali Celebration: প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলি কাটান। ২০১৪ সালে তিনি সিয়াচেনে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে। ২০১৫ সালে পঞ্জাবের খাসায় যান প্রধানমন্ত্রী। ২০১৬ সালে হিমাচল প্রদেশের সুমদোয় যান প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: বজায় রাখলেন সেনার সঙ্গে দীপাবলি কাটানোর প্রথা, এবার কোথায় গেলেন নমো?
লেপচায় সেনা জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মরশুমে যখন আনন্দে মশগুল সকলে, সেই সময়ও সীমান্তে অতন্দ্র পাহারায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। প্রতি বছরই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরও তাঁর ব্যতিক্রম হল না। এবার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী।

এ দিন সকালেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই! এই বিশেষ উৎসব সকলের জীবনে আনন্দ, সুখ-শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক, এই কামনাই করি।”

এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছালাম আমাদের বীর জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে।”

প্রসঙ্গত, প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলি কাটান। ২০১৪ সালে তিনি সিয়াচেনে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে। ২০১৫ সালে পঞ্জাবের খাসায় যান প্রধানমন্ত্রী। ২০১৬ সালে হিমাচল প্রদেশের সুমদোয় যান প্রধানমন্ত্রী মোদী।

২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ ভ্য়ালিতে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন। ২০১৮ সালের উত্তরাখণ্ডের হার্শিলে, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে, ২০২০ সালে রাজস্থানের জয়সালমীর, ২০২১ সালের জম্মু-কাশ্মীরের নৌশেরায়, ২০২২ সালে কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article