Uttar Pradesh: শিশুদের মলদ্বারে কাঁচা লঙ্কা, করানো হল মূত্র পানও! যোগী-রাজ্যে ভাইরাল অমানবিক ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 06, 2023 | 2:17 PM

Uttar Pradesh Siddharthnagar: মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওই দুই কিশোর। তীব্র আতঙ্ক বাসা বেঁধেছে তাদের মনে। এই ঘটনার দুটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Uttar Pradesh: শিশুদের মলদ্বারে কাঁচা লঙ্কা,  করানো হল মূত্র পানও! যোগী-রাজ্যে ভাইরাল অমানবিক ভিডিয়ো
বোতলে ভরে করানো হল মূত্রপান, তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভয়ঙ্কর অত্যাচার
Image Credit source: Pixabay

Follow Us

লখনউ: সমগ্র মানবতার লজ্জা। এছাড়া, এই ঘটনা সম্পর্কে আর কিছু বলা যায় না। উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলা থেকে এমনই এক ভয়াবহ ঘটনার কথা সামনে এল। এক মুরগির খামারে চুরির অভিযোগে, দুই নাবালকের উপর বর্বরোচিত অত্যাচারের অভিযোগ উঠেছে ওই খামারের মালিকের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রস্রাব পান করানো, জোর করে কাঁচা লঙ্কা খাওয়ানো, এমনকি, মলদ্বারের ভিতর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দেওয়ার মতো নিষ্ঠুরতার শিকার হয়েছে ওই শিশুরা। যার জেরে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওই দুই কিশোর। তীব্র আতঙ্ক বাসা বেঁধেছে তাদের মনে। এই ঘটনার দুটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, ব্যবস্থা নিয়েছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

জোর করে পান করানো হল মূত্র

এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পাথরা বাজার থানা এলাকার কনকাটি চৌরাস্তার কাছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২ অগস্ট) সেখানকার এক মুরগির খামার থেকে ২০০০ টাকা উধাও হয়ে গিয়েছিল। হিসেব না মেলায় মালিক পক্ষের সন্দেহ গিয়ে পড়েছিল ওই শিশুদের উপর। একজনের বয়স ১০ বছর, অপর জনের ১৫। শুক্রবার (৪ অগস্ট), চা খাওয়ানোর অছিলায় তাদের খামারে ডাকা হয়। তারা আসলে, শুরু হয় ভয়ঙ্কর অত্যাচার। নির্যাতিত নাবালকের একজনের বাবা অভিযোগ করেছেন, তাদের হাত-পা বেঁধে নগ্ন করে মারধর করা হয়। তারপর, তাদের কাঁচা লঙ্কা খেতে বাধ্য করা হয়। ঝাল লাগলে, প্রস্রাব পান করানো হয়। তারপর কাঁচা লঙ্কা বেটে তাদের মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হয়। এই জঘন্য কাজের ভিডিয়ো রেকর্ডও করে অত্যাচারীরা।


ঘটনার দুটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটিতে দেখা যাচ্ছে, ওই নাবালকদের কাঁচ লঙকা খেতে দেওয়া হয়েছে। বোতলে ভর্তি প্রস্রাব দিয়ে তা গিলিয়ে দেওয়া হচ্ছে। কথা না শুনলে তাদের আরও মারধরের হুমকি দেওয়া হচ্ছে। অপর ভিডিয়োতে দেখা যায়, ওই নাবালকদের হাত পিছমোড়া করে বাঁধা এবং তাদের প্যান্ট খুলে দেওয়া হয়েছে। সেই অবস্থায় তারা মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। এক ব্যক্তি তাদের মলদ্বারে কাঁচা লঙ্কা বাটা ঘষে দিচ্ছে এবং ঢুকিয়ে ধাক্কা দিচ্ছে। যন্ত্রনায়-জ্বালায় চিৎকার করে ওঠে শিশুরা। এরপর, তাদের ইনজেকশন দিতে দেখা যায়। সিরিঞ্জের মধ্যে একটা হলুদ রঙের তরল ছিল। নির্যাতিত কিশোরের বাবার অভিযোগ, সেটি ছিল পেট্রল।


পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ওই আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে পড়তেই, এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে তারা। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের ছয়জনকে আটক করা হয়েছে। তবে প্রধান দুই অভিযুক্ত, সৌদ ও শপু নামে দুই ব্যক্তি এখনও পলাতক। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিত নাবালকদের পরিবারবর্গও। সেই অভিযোগের ভিত্তিতে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পকসোর অধীনেও একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Next Article