UP Viagra Overdose: বিয়ের পরই ভায়াগ্রা ওভারডোজ! বউকে সুখ দিতে গিয়ে সারা জীবনের জন্য সমস্যায় এই ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 07, 2022 | 7:00 AM

Uttar Pradesh Viagra Overdose: মাত্রাতিরিক্ত পরিমাণে ভায়াগ্রা সেবন করার ফলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ব্যক্তির স্থায়ীভাবে লিঙ্গোত্থানের সমস্যা তৈরি হয়েছে। বন্ধুদের পরামর্শে তিনি ওই উত্তেজনা বর্ধক ওষুধ খেয়েছিলেন।

UP Viagra Overdose: বিয়ের পরই ভায়াগ্রা ওভারডোজ! বউকে সুখ দিতে গিয়ে সারা জীবনের জন্য সমস্যায় এই ব্যক্তি
এই ওষুধ দিনে ৫০ মিলিগ্রামের বেশি সেবন করা একেবারেই উচিত নয়

Follow Us

প্রয়াগরাজ: বর্তমান সময়ে ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গের উত্থানগত সমস্যা এক গুরুতর সমস্যা। বস্তুত, এখনকার অতু দ্রুত জীবনযাপন, কর্মক্ষেত্রের দুশ্চিন্তা, ইত্যাদি বিবিধ কারণে অনেক পুরুষই এই হতাশার সম্মুখীন হয়ে থাকেন। চিকিৎসকরা জানিয়েছেন, যত দিন যাচ্ছে এই সমস্যা বাড়ছে বই কমছে না। এই সমস্যা দূর করতেই চিকিৎসকরা ভায়াগ্রা গ্রুপের ওষুধ সেবনের পরামর্শ দেন। কিন্তু, অতি উৎসাহে এই ওষুধ মাত্রাতিরিক্ত পরিমাণে সেবন করলে যে কী হতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ব্যক্তি। সদ্যবিবাহিত ওই ব্যক্তির এখন ঠিকানা হাসপাতাল। স্ত্রী চলে গিয়েছেন বাপের বাড়িতে। আর ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, শত চিকিত্সাতেও, তাঁকে একটি কঠিন সমস্যা সারা জীবন বয়ে বেড়াতে হবে।

ঠিক কী ঘটেছিল? এই ঘটনার শুরু কয়েক মাস আগে। বিয়ের পরই স্ত্রীকে অতিরিক্ত দেহসুখ দেওয়ার জন্য, ওই ব্যক্তি ভায়াগ্রা সেবন করা শুরু করেছিলেন। তবে, কোনও চিকিৎসকের পরামর্শ তিনি নেননি। শুধুমাত্র বন্ধুদের কথা মেনেই এই ওষুধ খাচ্ছিলেন তিনি। প্রথমে, প্রস্তাবিত পরিমাণেই ভায়াগ্রা সেবন করলেও, বন্ধুদের পরামর্শে তিনি ডোজ বাড়িয়ে দিয়েছিলেন। ডোজ বাড়াতে বাড়াতে একসময় তিনি প্রতিদিন ২০০ মিলিগ্রাম ডোজে ভায়াগ্রা সেবন শুরু করেছিলেন। অথচ, চিকিৎসকরা বলেন, এই ওষুধ দিনে ৫০ মিলিগ্রামের বেশি সেবন করা একেবারেই উচিত নয়। প্রতিদিন এই মাত্রাতিরিক্ত ডোজে ভায়াগ্রা সেবন করতে গিয়েই তাঁকে এখন হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত অতিরিক্ত মাত্রায় ভায়াগ্রা সেবন করতে করতে ওই ব্যক্তির এখন একটি স্থায়ী ইরেকশন বা উত্থান তৈরি হয়েছে। গত ২০ দিনেও তাঁর পুরুষাঙ্গের উত্থান কমেনি। এমনকি, যে স্ত্রীকে সুখ দেবেন বলে এই কাণ্ড ঘটিয়েছেন এই ব্যক্তি, তিনিও ঘটনার ধারাবাহিকতায় বিরক্ত হয়ে বাপের বাড়ি ফিরে যান। এরপর, শ্বশুরবাড়ির লোকজনদের অনুনয়-বিনয়ে ফের স্বামীর কাছে ফিরেছিলেন তিনি। তবে, স্বামীকে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি করেই ফের আবার তিনি বাপের বাড়িতেই আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে।

এদিকে, হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ওই ব্যক্তির দেহে সফলভাবে পিনাইল প্রস্থেসিস সার্জারি করা হয়েছে। ফলে তাঁর বাবা হতে আর কোনও বাধা নেই। তবে চিকিত্সকদের মতে, ওই ব্যক্তিকে স্থায়ী লিঙ্গোত্থানের সমস্য়া সারা জীবনই থাকবে। তাঁর গোপনাঙ্গের উত্তেজনা কখনই কমবে না। তাই আমৃত্যু লিঙ্গোত্থান গোপন রাখতে তাঁকে আঁটসাঁট কাপড় পরতে হবে। সেটা বাদ দিলে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলেই আশাবাদী চিকিৎসকরা।

তবে, এই ঘটনা আরও একবার ভারতে যৌনতা নিয়ে শিক্ষার অভাবের দিকটা তুলে ধরেছে বলে দাবি করেছেন তাঁরা। ডাক্তাররা বলছেন, যে কোনও যৌন সমস্যায় চিকিৎসকদের দ্বারস্থ হওয়া উচিত। বন্ধু, আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশী পরামর্শ মানতে গেলে, এই রকম সমস্যায় পড়তে হতে পারে। একই সঙ্গে তাঁরা বলেছেন, ভায়াগ্রা গ্রুপের ওষুধ শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে দেয়। কাজেই, কার্ডিয়াক সমস্যা, অর্থাৎ, হৃৎযন্ত্রের সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকদের সুপারিশ করা ডোজের অতিরিক্ত ডোজ প্রাণঘাতীও হতে পারে। আচমকা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

Next Article