চামোলি: অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমার বিস্ফোরণ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। যার মধ্যে ৪ জন পুলিশ সদস্যও রয়েছেন। মর্মান্তিক ঘটনা উত্তরাখণ্ডের চামোলি জেলায়। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘নমামি গঙ্গে’ প্রকল্প এলাকায়। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। চামোলির পুলিশ সুপার পরমেন্দ্র ডোভাল প্রথমে জানিয়েছিলেন, “চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফরমার বিস্ফোরণে দশজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ৫ জনের মৃত্যু হয়।
चमोली से बड़ी खबर… अलकनंदा के पास करेंट की चपेट मे आने से कई लोगों की मौत की खबर… #Chamoli pic.twitter.com/IshOJoOAvS
— Mamta Gusain (@Mamtagusain5) July 19, 2023
ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, এই ঘটনায় মৃতদের তালিকায় আছেন বদ্রীনাথ হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জও। অন্যান্য নিহত পুলিশ কর্মীরা সকলেই হোমগার্ড। সূত্রের খবর, নমামি গঙ্গা প্রকল্পের অধীনে ওই এলাকায় অলকানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ চলছিল। আচমকা ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে। ধাতব সেতুটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেতুটির সংস্পর্শে থাকা সকল ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হন। ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করা হচ্ছে। কী কারণে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত করা হবে।
#WATCH | Uttarakhand: 10 people died and several were injured after a transformer exploded on the banks of the Alaknanda River in the Chamoli district. Injured have been admitted to the district hospital: SP Chamoli Parmendra Doval pic.twitter.com/QKC5vpvbF5
— ANI (@ANI) July 19, 2023
ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলিতে দেখা গিয়েছে, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত উদ্ধারকাজে লাগিয়েছেন সাধারণ মানুষও। স্ট্রেচারে করে ঘটনাস্থল থেকে একের পর এক দেহ উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলতে দেখা গিয়েছে।
VIDEO | Ten people were killed and several injured after a power transformer exploded on the banks of the Alaknanda river in Uttarakhand’s Chamoli district, officials said on Wednesday. The injured have been admitted to the district hospital. pic.twitter.com/uJ9Orb4vTG
— Press Trust of India (@PTI_News) July 19, 2023
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে উত্তরাখণ্ডের প্রায় সবকটি নদীতেই জলস্তর বেড়ে গিয়েছে। চামোলি, হরিদ্বার, রুদ্রপ্রয়াগ এলাকায় বন্যা হতে পারে বলে, সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে, পিথোরাগড় জেলার লিপুলেখ সীমান্তে নাচতি নালায় জলের তোড়ে একটি গাড়ি এবং একটি সেতু ভেসে গিয়েছে। নাচতি নালার জলস্তর বেড়ে কালাপানির দিকের রাস্তাটিও ভেঙে গিয়েছে। ফলে, গুজিন এলাকার সঙ্গে কালাপানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “অত্যন্ত দুঃখের ঘটনা। জেলা প্রশাসন, পুলিশ ও এসডিআরএফ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উন্নততর স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। হেলিকপ্টারে করে তাদের ঋষিকেশ এইমস-এ স্থানান্তরিত করা হচ্ছে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”