Joshimath Sinking: ‘স্ট্যান্ডবাই’-এ রয়েছে কপ্টার, জোশীমঠের ৬০০ পরিবারকে দ্রুত স্থানান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Land Sinking: শনিবার জোশীমঠে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। এছাড়া জেলা ও পুরসভার আধিকারিকদের সঙ্গেও দেখা করবেন।

Joshimath Sinking: 'স্ট্যান্ডবাই'-এ রয়েছে কপ্টার, জোশীমঠের ৬০০ পরিবারকে দ্রুত স্থানান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর
জোশীমঠে ভাঙন। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 9:25 AM

দেহরাদুন:  উত্তরাখণ্ডে (Uttarakhand) বাড়ছে বিপদ। জোশীমঠে একের পর এক বাড়িতে ধরছে ফাটল। শুক্রবার বিকেলেই ভেঙে পড়ে জোশীমঠের (Joshimath) একটি মন্দির। এরপরই বড়সড় পদক্ষেপ করল উত্তরাখণ্ড সরকার। জানা গিয়েছে, শুক্রবারই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami) দ্রুত ৬০০টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। জোশীমঠের মাটি ধসে যাওয়া এবং বাড়ি ও রাস্তায় ভাঙনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার পর তিনি বলেন, “জনসাধারণের জীবন বাঁচানোই এখন আমাদের প্রধান উদ্দেশ্য। আমি রাজ্য়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছি ৬০০ পরিবারকে দ্রুত স্থানান্তর করার। যাদের বাড়িগুলিতে ফাটল ধরেছে, তাদের দ্রুত সরিয়ে আনা হবে।”

আজ, শনিবার জোশীমঠে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। এছাড়া জেলা ও পুরসভার আধিকারিকদের সঙ্গেও দেখা করবেন। গতকালই তিনি বলেন, “ভাঙন রুখতে আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী-উভয় পরিকল্পনাই করছি। সচক্ষে পরিস্থিতি খতিয়ে দেখে তারপরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে গাড়ওয়ালের কমিশনার সুশীল কুমার, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সেক্রেটারি রঞ্জিৎ কুমার সিনহা ও বিশেষজ্ঞের দল এলাকা পরিদর্শন করছেন। প্রতিটি বাড়িতে গিয়ে সমীক্ষাও করা হচ্ছে। আগে ওই এলাকা থেকে দ্রুত সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
থাকার জন্য বিকল্প যে ব্যবস্থা করা হচ্ছে, সেখানে যাতে চিকিৎসার ব্য়বস্থা রাখা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারলিফ্ট করে স্থানান্তর করানোর জন্য হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। আপাতত জোশীমঠকে দুটি সেক্টরে ভাগ করে অ্যাকশন প্ল্যান গ্রহণের চিন্তাভাবনা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য একটি কন্ট্রোল রুম তৈরি করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এলাকায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।