AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Live In Relation: লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশনে আসছে আরও বদল, একসঙ্গে থাকতে পারবে না যুগল যদি…

Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তা সংশোধন করে নিয়ম কিছুটা শিথিল করতে চাইছে রাজ্য সরকার। যদি কেউ আধার কার্ড দেখাতে না পারেন, তাহলে বিকল্প কোনও পরিচয়পত্র জমা দেওয়া যাবে। 

Live In Relation: লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশনে আসছে আরও বদল, একসঙ্গে থাকতে পারবে না যুগল যদি...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Oct 19, 2025 | 9:30 AM
Share

দেহরাদুন: অভিন্ন দেওয়ানি বিধিতে আবার বদল আসছে। উত্তরাখণ্ড সরকার হাইকোর্টে জানাল যে অভিন্ন দেওয়ানি বিধির বেশ কয়েকটি বিধানে পরিবর্তন করা হবে। আইনে আরও স্বচ্ছতা আনতে এই পরিবর্তন করা হবে।

গত ১৫ অক্টোবর উত্তরাখণ্ড হাইকোর্টে ৭৮ পাতার হলফনামা দাখিল করা হয় রাজ্য সরকারের তরফে। সেই হলফনামায় ৩৮০ নম্বর রুলে সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই আইনে ব্যাখ্যা করা হয়েছে যে কোন শর্তে লিভ ইন সম্পর্ক রেজিস্টার করা যাবে না।

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার পরই লিভ ইন সম্পর্ক রেজিস্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। এবার নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, যদি যুগল কোনওভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত হন অর্থাৎ আত্মীয় হন, তাহলে লিভ ইন সম্পর্ক রেজিস্টার করা হবে না।  

যদি দুই জনই বা যুগলের মধ্যে একজন বিবাহিত হন বা অন্য কোনও সম্পর্কে থাকেন কিংবা যদি সঙ্গী প্রাপ্তবয়স্ক না হয়, তাহলে সেই লিভ ইন সম্পর্ক রেজিস্টার করা যাবে না। 

রাজ্যের হলফনামায় বলা হয়েছে যে লিভ ইন সম্পর্ক রেজিস্টার বা বাতিল করার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। একইসঙ্গে পুলিশের সঙ্গে স্বচ্ছ তথ্য ভাগ করার প্রক্রিয়া আনা হবে। হলফনামায় আরও বলা হয়েছে যে লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র রেকর্ড রাখার উদ্দেশেই সংগ্রহ করা হবে। তাদের গোপনীয়তা বজায় রাখা হবে এবং ব্যক্তিগত তথ্য যাতে ফাঁস না হয়ে যায়, তা নিশ্চিত করা হবে।

অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তা সংশোধন করে নিয়ম কিছুটা শিথিল করতে চাইছে রাজ্য সরকার। যদি কেউ আধার কার্ড দেখাতে না পারেন, তাহলে বিকল্প কোনও পরিচয়পত্র জমা দেওয়া যাবে।

যদি কারোর আবেদন খারিজ হয়ে যায়, তবে তা চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হবে। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, কারোর আবেদন খারিজ হলে, ওই অর্ডার পাওয়ার ৪৫ দিনের মধ্যে রেজিস্টারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যাবে। আগে এই সময় ৩০ দিন ছিল।

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্কের নিয়ম-

  • লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পুলিশ বা জেলাশাসকের অনুমতি নিতে হবে লিভ ইন সম্পর্কের জন্য।
  • ২১ বছরের কম বয়সীরা লিভ ইন সম্পর্কে থাকলে, অভিভাবকের অনুমতি নিতে হবে। 
  • লিভ ইন সম্পর্ক রেজিস্টার না করলে বা সম্পর্কের কথা লুকালে সর্বোচ্চ ৬ মাসের জেল এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
  • লিভ ইন সম্পর্কে যদি সন্তান জন্ম গ্রহণ করে, তবে তার পিতৃপরিচয় থাকবে এবং মা-বাবা দুইজনেরই উত্তরাধিকার পাবে। 
  • লিভ ইন সম্পর্কে থাকা যুগলকে বাড়ি ভাড়া দেওয়ার সময় তথ্য গোপন করলে, বাড়ি মালিককেও শাস্তি পেতে হবে।