নয়া দিল্লি: সেলফি নিতে কে না ভালোবাসেন! অনেক বিরল মুহূর্ত মুঠোফোনে বন্দি করে নিতে চান অনেকেই। আগে স্মৃতিতেই ভেসে থাকতেন অনেকে। তবে এখন স্মৃতির সংজ্ঞা বদলে হয়েছে মোবাইল গ্য়ালারি। সেখানে স্ক্রল করে কোনও অভিজ্ঞতা, জায়গার ছবি দেখে স্মৃতি চাঙ্গা করে নেন অনেকে। সেরকমই হেলিকপ্টারে সামনে দাঁড়িয়ে ছবি তোলার লোভ সামলাতে পারেননি এক সরকারি আধিকারিক। হেলিকপ্টারের বাইরে সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। হয়ত সোশ্যাল মিজিয়ায় সকলের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগও করে নিতেন। তবে তাঁর সেলফি তোলার সময়ই ঘটে গেল বিপত্তি। হেলিকপ্টারের ব্লেডে লেগে রবিবার মৃত্যু হয় তাঁর।
কেদারনাথা ধামের একটি হেলিপ্যাডে তখন দাঁড়িয়েছিল হেলিকপ্টার। তার সামনেই সেলফি তুলতে গিয়েছিলেন উত্তরখণ্ড সিভিল অ্য়াভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির ফিন্যান্সিয়াল কন্ট্রোলার জিতেন্দ্র কুমার সাইনি। তবে সেলফি তুলতে গিয়ে একটু অসতর্ক হয়ে যান তিনি। আর কপ্টারের টেইল রোটর ব্লেডের কাছাকাছি চলে আসেন তিনি। আর সেলফি তোলার আগেই ঘটে যায় বিপত্তি। সেলফি না তুলেই চিরঘুমে চলে গেলেন জিতেন্দ্র।
প্রসঙ্গত, গতকাল অক্ষয় তৃতীয়া উপলক্ষে গতকালই চার ধাম যাত্রা শুরু হয়েছে। আর আজ কেদারনাথ ধামে ঘটে গেল এই দুর্ঘটনা। এদিকে পুণ্যার্থীদের জন্য উত্তরকাশী জেলার গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম যাত্রার জন্য পোর্টাল খুলে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৬ লক্ষ পুণ্যার্থী রেজিস্ট্রেশন করিয়েছেন। সংখ্য়া বাড়ছে ক্রমশ। এদিকে আগামী ২৫ ও ২৭ এপ্রিল খুলে যাবে কেদারনাথ।