Video: মারধরের পর গাড়ির বনেটে ব্যক্তিকে ফেলে ৫ কিমি নিয়ে গেল ২ মদ্যপ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 23, 2023 | 7:19 PM

Video: রাতের শহরে মদ্যপ অবস্থায় গাড়িতে ধাক্কা দুই ব্যক্তির। এক ব্যক্তিকে মারধর করে গাড়ির বনেটে ফেলে ৫ কিমি নিয়েও যায় তারা। পুলিশে অভিযোগ হতেই গ্রেফতার হয়েছে ওই দু'জন।

Video: মারধরের পর গাড়ির বনেটে ব্যক্তিকে ফেলে ৫ কিমি নিয়ে গেল ২ মদ্যপ
Image Credit source: টুইটার

Follow Us

গাজিয়াবাদ : রাতের শহরে ভয়ঙ্কর কাণ্ড। বনেটে এক ব্যক্তিকে চাপিয়ে ৩ থেকে ৫ কিলোমিটার নিয়ে গেল এক গাড়ি। ওই গাড়ির চালক ও তার বন্ধু মদ্যপ অবস্থাতেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে গাজিয়াবাদের (Gaziabad) সাহিবাবাদ (Sahibabad) এলাকার ঘটনা। দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০ টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর ড্রাইভার বিজয়। আচমকা একটি ওয়াগন আর তাঁদের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। মহিলা জানিয়েছেন, তাঁরা অনেক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি ও তাঁর গাড়ির চালক ওই দুই ব্যক্তিতে রাস্তার ধারে গাড়ি দাঁড় করাতে বলেন। আর তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে প্রশ্ন তুলতেই তারা বিজয় ও তাঁকে মারধর করতে শুরু করে। বিজয়কে গাড়ি থেকে বের করে নিয়ে নিজেদের গাড়ির বনেটের উপর রাখে তারা। সেই অবস্থাতেই ৩ থেকে ৫ কিলোমিটার গাড়ি চালিয়ে যায় তারা। সেই ঘটনার ভিডিয়ো এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে শোনা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের গাড়ি থামাতে বলছেন।

এই ঘটনার পরই রাত ২ টো থেকে ৩ টে নাগাদ পুলিশের দ্বারস্থ হন মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ওই মহিলা পুলিশের কাছে জানিয়েছেন, “তারা দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল… আমরা তাদের রাস্তার পাশে থামতে বলেছিলাম। আমি যখন তাদের বেপরোয়া গাড়ি চালানো নিয়ে প্রশ্ন তুলি ওরা আমাকে ও আমার গাড়ির চালককে মারধর শুরু করে। তাদের মধ্যে একজন আমাদের গাড়ির চাবি কেড়ে নেয়। তারা বিজয়কে ইট দিয়ে মারে। তারা আমাকে চড় মারে এবং মারধর করে। বিজয় চাবি চাইলে তারা ওকে তাদের গাড়িতে নিয়ে যায় এবং বনেটের উপর ফেলে টেনে নিয়ে যায়। সেখানে দু’জন লোক ছিল তারা দু’জনেই মদ্যপ ছিল। কিছু লোক তাদের অনুসরণ করেছিল এবং বিজয়কে পরে উদ্ধার করা হয়।” মহিলার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article