চণ্ডীগঢ়: গত ১৮ মার্চ থেকে পলাতক ছিল খালিস্তানপন্থী নেতা এবং ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিং। এক মাস ধরে হন্যে হয়ে তাকে খুঁজছিল পঞ্জাব পুলিশ। তবে বারংবার পুলিশের চোখে ধুলো দিয়ে দিয়েছে পালিয়েছিল অমৃতপাল। অবশেষে রবিবার সকালে মোগা পুলিশের কাছে আত্মসমর্পণ করে অমৃতপাল সিং। আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। আর ছেলের এই গ্রেফতারির পর অমৃতপালের মা বলবিন্দর কউর জানান, ছেলের জন্য গর্বিত। তিনি বলেন, “ও একটা সিংহ। সিংহের মতো আত্মসমর্পণ করেছে ও।”
আজ সকালে ৩০ বছর বয়সী অমৃতপাল আত্মসমর্পণ করে মোগা পুলিশের কাছে। তারপর সাংবাদিক বৈঠক করে পুলিশের ইনস্পেক্টর জেনারেলন সুখচেইন সিং গিল বলেন, অমৃতপালকে পুরো ঘিরে ফেলেছিল পুলিশ। আত্মসমর্পণ করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না তার কাছে। এদিক ছেলের গ্রেফতারির পরই মা বলেছেন, “ও সিংহ। সিংহের মতো আত্মসমর্পণ করেছে ও।” এদিকে অমৃতপালের বাবা তারসেম সিং দাবি করেছেন, মাদকের বিরুদ্ধে লড়াই করছে তাঁর ছেলে।
সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তারসেম সিং বলেছেন, “আমার ছেলে মাদকের ভয়াবহতা দমনের জন্য লড়াই করছে। আমরা টিভিতে খবর থেকে জানতে পেয়েছি তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করেননি। গণমাধ্যমে যে সব ছবি প্রকাশিত হয়েছে তা স্পষ্ট নয়। আজও সে শিখ পোশাক পরে। পঞ্জাব পুলিশের দ্বারা যাদের হেনস্থা হয়েছে তাদের সকলের পাশে রয়েছি আমি।” এদিকে অমৃতপাল সিংয়ের কাকা সুখচেইন সিং বলেন, ভাইপোর গ্রেফতারির বিরুদ্ধে আইনি পথে লড়বে পরিবার। তিনি বলেন, “আজ সকালে আমরা জানতে পেরেছি অমৃতপাল সিং আত্মসমর্পণ করেছে। এখন হয়ত সে পুলিশি হেফাজতে রয়েছে। ও কখনও পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।” এদিকে অমৃতপালকে অন্যান্য় খালিস্তান সমর্থকদের মতো অসমের ডিব্রুগড়ে আইসোলেশন সেলে রাখা হয়েছে। তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।