দেরাদুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ শেষ পর্বে। সুড়ঙ্গের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ভিতরে পাঠানো হচ্ছে ইভাকুয়েশন পাইপ। তার মধ্য দিয়ে পাঠানো হবে ট্রলি। ওই ট্রলিগুলির মাধ্যমে শুইয়ে শ্রমিকদের বাইরে আনা হবে। বুধবার রাতেই অথবা বৃহস্পতিবার সকালে সম্ভবত বাইরে বের হবেন শ্রমিকরা। ইতিমধ্যেই স্ট্রেচার নিয়ে ভিতরে গিয়েছেন এনডিআরএফ-এর কর্মীরা।
সুড়ঙ্গের ভিতরে আটকে ৪১ শ্রমিক। ১৩ দিন ধরে চেষ্টা চলছে তাঁদের উদ্ধারের, কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি। সুড়ঙ্গের ভিতরে বসানো হয়েছে বড় পাইপ। সেই পাইপের মাধ্যমেই স্ট্রেচারে শুইয়ে বের করে আনা হবে শ্রমিকদের। এখনও খনন চলছে, তার মাঝেই উদ্ধারকাজের মক ড্রিল চালাল এনডিআরএফ (NDRF)। দেখানো হল কীভাবে স্ট্রেচারে শুইয়ে শ্রমিকদের বের করে আনা হবে।
বিস্তারিত পড়ুন: কীভাবে পাইপ দিয়ে বের করে আনা হবে আটকে থাকা শ্রমিকদের, দেখাল NDRF
১৩দিন কেটে গিয়েছে, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালের মধ্যে সকল শ্রমিককে উদ্ধার করার কথা থাকলেও, শেষ অবধি তা হয়নি। আজও আটকে উদ্ধারকাজ। কখন আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করা যাবে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধারকারী দল। এদিকে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকরাও অস্থির হয়ে উঠছেন। মানসিক চাপ বাড়ছে তাঁদের, আদৌ উদ্ধার হবেন কি না, তা নিয়ে মনে সংশয় দেখা দিচ্ছে। এই অবস্থায় আটকে থাকা শ্রমিকদের মন ভাল করতে লুডো, তাস পাঠানোর পরিকল্পনা উদ্ধারকারী দলের।
বিস্তারিত পড়ুন: সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছে শ্রমিকরা, উদ্ধারকাজে দেরি হওয়ায় লুডো-তাস পাঠানোর পরিকল্পনা
অগার মেশিনে ত্রুটির জেরে ফের ড্রিলিংয়ের কাজ বন্ধ হয়ে গেল। মেশিন সারানোর পর শুক্রবার সকালে ফের কাজ শুরু হবে। তবে সারারাত ঘটনাস্থলেই থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Uttarkashi tunnel incident: Drilling work halted again after technical snag in auger machine, CM Dhami to stay overnight at site
Read @ANI Story | https://t.co/YP7bOS5jIv#UttarkashiRescue #CMDhami #TunnelRescue pic.twitter.com/CPkxbfFT4U
— ANI Digital (@ani_digital) November 23, 2023
ফের অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি। যার জেরে আবার বন্ধ হয়ে গেল ড্রিলিংয়ের কাজ। এই নিয়ে তিনবার অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি হল। আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ হয়ে গেল বলে জানালেন উদ্ধারকারী দলের সদস্য আর্নল্ড ডিক্স।
#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, “We are only just metres away from finding passage to have the men back. But the men are safe. The auger machine has broken down, it is being repaired and it should be back up tomorrow.… pic.twitter.com/dtX8JtdU61
— ANI (@ANI) November 23, 2023
গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে Geological survey of India-কে। প্রতি মিটারের মাটির পরীক্ষা চলছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ভার্টিক্যাল ড্রিলিং। GSI-এর রিপোর্টের উপর নির্ভর করেই ড্রিলিং-এর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাবধানতার জন্য উদ্ধারকাজের গতি কমানোর ফলেই অপারেশন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা।
সুড়ঙ্গের ভিতরেই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন উদ্ধারকাজে যুক্ত সব এজেন্সির শীর্ষ আধিকারিকরা। পরিবর্তিত পরিস্থিতির পর্যালোচনা করতেই এই রিভিউ বৈঠক। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই তাড়াহুড়ো করা হবে না।
সুড়ঙ্গ থেকে শ্রমিকদের চাকা লাগানো স্ট্রেচারে করে বের করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী দল। শ্রমিকদের সরাসরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হবে। সেজন্য ঋষিকেশের এইমস হাসপাতালের ট্রমা কেয়ার ও আইসিইউ-য়ের বেড রিজার্ভ করা হয়েছে।
উদ্ধারকাজ এবার শেষ পর্যায়ে। ধ্বংসস্তূপ কেটে সুড়ঙ্গের ৪৪ মিটার গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে ড্রিল মেশিন। আর মাত্র ১০ মিটার বাকি।
সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার করতে এখন ভগবান ভরসা! এমনটাই মনে করছেন শ্রমিকদের পরিবার থেকে স্থানীয়রা। তাই যেখানে উদ্ধারকাজ চলছে, সেখানে এদিন সন্ধ্যায় নিয়ে আসা হল স্থানীয় বিগ্রহ ডোলি-র মূর্তি।
#WATCH | Locals bring the ‘doli’ of the local deity to the Silkyara tunnel in Uttarkashi, where an operation is underway to rescue 41 trapped workers pic.twitter.com/MJPasqUMob
— ANI (@ANI) November 23, 2023
সন্ধ্যা হয়ে গেল। এখনও সুড়ঙ্গে আটক শ্রমিকদের বের করা সম্ভব হয়নি। তবে অগার মেশিন ঘণ্টায় ৪-৫ মিটার খননকাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালের মধ্যেই সুখবর দেওয়া সম্ভব হতে পারে, আটক শ্রমিকদের উদ্ধার করা যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান।
#WATCH | Delhi: Silkyara tunnel rescue operation | Member of the National Disaster Management Authority, Lt General Syed Ata Hasnain says, “If no hindrance comes in the way and the auger machine continues to function at its speed of 4-5 meters per hour, then I can say that maybe… pic.twitter.com/rGbq74Kf7q
— ANI (@ANI) November 23, 2023
উত্তরকাশীতে সুড়ঙ্গের কাছেই তৈরি করা হল মুখ্যমন্ত্রীর অস্থায়ী ক্যাম্প অফিস। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতেই এই ক্যাম্প অফিস করা হয়েছে।
সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে এবার সমস্ত এজেন্সিকে যৌথভাবে কাজ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে উদ্ধারকারী দলের কয়েকজন সুড়ঙ্গে ঢুকেছে। তবে আটক শ্রমিকদের সঙ্গে এখন উদ্ধারকারী দলের ওই সদস্যদের জীবন ঝুঁকির মুখে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সঈদ আতা হাসনাইন।
উত্তরকাশীতে সিলকিয়ারা সুড়ঙ্গের কাছে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অপসরপ্রাপ্ত) ভি. কে সিং-সহ অন্যান্য আধিকারিকেরা। উদ্ধারকাজ খতিয়ে দেখে উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলছেন তিনি।
#WATCH | Union minister Gen. VK Singh (Retd) along with a few senior officials enter Uttarkashi’s Silkyara tunnel where the operation to rescue trapped workers has intensified pic.twitter.com/jHmaOeJGnc
— ANI (@ANI) November 23, 2023
ধ্বংসস্তূপ কেটে সরাতে দিল্লি থেকে ৭ জনের এক্সপার্ট দল এসেছে। এই ধ্বংসস্তূপের জন্য অগার মেশিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছিল। অবশেষে সেগুলি সরিয়ে ফের অগার মেশিনের কাজ শুরু করা হয়েছে।
এদিন সন্ধ্যার মধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন হবে বলে প্রথমে আশা করেছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু, অগার মেশিনে চাপ আসায় ফের দ্রুত গতিতে কাজ বন্ধ করে দেওয়া হল। ধীরে চলতে চাইছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ফলে উদ্ধারকাজ কতক্ষণে শেষ হবে তা বলতে অস্বীকার করলেন আধিকারিকরা।
ফের উদ্ধারকাজে বাধা। অগার মেশিনে এবার চাপ আসছে। যার ফলে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে সাবধানতার সঙ্গে কাজ এগোনো হচ্ছে বলে জানালেন উদ্ধারকারী দলের আধিকারিকেরা।
উত্তরকাশীর ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বললেন ওয়াকি-টকির মাধ্যমে।
Uttarakhand CM Pushkar Singh Dhami had a conversation with Gabbar Singh Negi and Saba Ahmed, among the workers trapped in the tunnel under construction in Silkyara, Uttarkashi, to inquire about their well-being and also informed them about the rescue operation going on at a fast… pic.twitter.com/DmRWu0runR
— ANI (@ANI) November 23, 2023
উদ্ধারকারী দলের থেকে আটকে থাকা শ্রমিকদের দূরত্ব আর ২০ মিটার। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গে আরও ৩টি পাইপ ভিতরে ঢোকানো হবে। এর মধ্যে একটি পাইপে ওয়েল্ডিং-এর কাজ চলছে। তবে কতক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে, সেই সময়সীমা বলতে নারাজ এনডিআরএফ। তাদের কথায়, নতুন কোনও বিপত্তি যাতে না হয়, তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আজ রাতের মধ্যেই কাজ শেষ হবে আশা করা যায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, “অগার মেশিন দিয়ে ৪৫ মিটার পাইপলাইন পাতা সম্ভব হয়েছে। শেষ পর্যায়ের উদ্ধারকাজ চলছে। কিছু বাধা রয়েছে, তবে শীঘ্রই শ্রমিকদের উদ্ধার করে আনা বলে আশা করছি।”
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Uttarakhand CM Pushkar Singh Dhami says “45 metres of pipeline has been laid through auger machine. The rescue is at its final stages. There are some obstacles,. but I hope that the workers are rescued as early as possible.… pic.twitter.com/FJRkCvX8v7
— ANI (@ANI) November 23, 2023
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Uttarakhand CM Pushkar Singh Dhami reaches the Silkyara tunnel site where a rescue operation is underway to bring out the trapped workers. pic.twitter.com/QXL49pC29j
— ANI (@ANI) November 23, 2023
সকাল থেকেই উত্তরকাশীর সুড়ঙ্গের বাইরে উপস্থিত পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তিনি বলেন, “উদ্ধারকাজের পরবর্তী পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করা হলেই গ্রিন করিডরের মাধ্যমে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel incident | Uttarkashi SP Arpan Yaduvanshi says, “…Our post-rescue action plan is ready. We will take the workers through the green corridor with a police escort and make sure that the best possible treatment is being provided to them. I… pic.twitter.com/lZjmYOi8xB
— ANI (@ANI) November 23, 2023
উত্তরকাশীর সুড়ঙ্গের সামনে তৈরি করা হয়েছে মন্দির। নিরাপদ ও নির্ঝঞ্চাটে যাতে উদ্ধারকাজ শেষ হয়, তার জন্য ওই মন্দিরে দেওয়া হল পুজো।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Prayers being offered at a temple that has been built at the main entrance of the tunnel where rescue operations to bring out the trapped workers are underway.
A part of the Silkyara tunnel collapsed in Uttarkashi on November… pic.twitter.com/T77WyCfS6v
— ANI (@ANI) November 23, 2023
সিলকায়রা সুড়ঙ্গের কাছে পৌঁছল চিকিৎসা সামগ্রী। আর কিছুক্ষণের মধ্যেই বের করে আনা হতে পারে শ্রমিকদের।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Medical equipment reach the Silkyara tunnel site where the rescue operation is underway to bring out the trapped workers. pic.twitter.com/qseYHYMtYY
— ANI (@ANI) November 23, 2023
হুগলির নিমডিঙ্গির জয়দেব প্রামাণিকও আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজন। জয়দেবের বাবা তাপসবাবুকে আজ খানিকটা নিশ্চিন্ত লাগল। বাড়ির ছেলে বাড়ি ফিরবেন এই ভেবেই কিছুটা উচ্ছ্বসিত বৃদ্ধ বাবা। তবে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলেননি। আগে অন্ধকার থেকে বাইরে আসুক তারপর সব। নিজেই জানালেন তাপসবাবু।
বিস্তারিত পড়ুন: Uttarkashi Tunnel Rescue: ‘ওর সাহসকে কুর্নিশ’, ছেলেকে আবারও কাজে পাঠাবেন হতদরিদ্র জয়দেবের বাবা
শেষ পর্যায়ে উদ্ধারকাজ। সুড়ঙ্গের ভিতরে বসেছে পাইপ। সেই পাইপ দিয়েই ট্রলি বা স্ট্রেচারে শুয়ে শ্রমিকদের কাছে পৌঁছবেন উদ্ধারকারী দলের সদস্যরা। জানা গিয়েছে, এনডিআরএফের ১৫ সদস্য সুড়ঙ্গে প্রবেশ করবেন আটকে থাকা ৪১ শ্রমিককে বের করে আনার জন্য।
উদ্ধারকারী দলের এক সদস্য জানালেন, শেষ পর্যায়ে উদ্ধারকাজ চলছে। ১-২ ঘণ্টার মধ্যেই শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Girish Singh Rawat, one of the members of the rescue operation team says, ” Rescue operation is almost in the last stage, I hope the result will come in 1-2 hours…pipeline is being inserted to take out the workers…the steel… pic.twitter.com/Wp9EL5yZ5n
— ANI (@ANI) November 22, 2023
উত্তরকাশীর সুড়ঙ্গে ঝাড়খণ্ডের যে শ্রমিকরা আটকে রয়েছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করল সোরেন সরকার। ঝাড়খণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আটকে থাকা শ্রমিকদের এয়ারলিফ্ট করে রাজ্যে নিয়ে যাওয়া হবে। উত্তরকাশীর সুড়ঙ্গে ১৫ জন ঝাড়খণ্ডের শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
উত্তরকাশীতে উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ ১৫ মিটারে পাইপ বসানোর কাজও হয়ে গিয়েছে। এবার শুরু হতে চলেছে আসল উদ্ধারকাজ। পাইপের মধ্যে দিয়ে স্ট্রেচারে শুয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর প্রক্রিয়া শুরু করছে NDRF।যে স্টিলের গার্ডারে ধাক্কা লেগে গতকাল রাতে কাজ বন্ধ হয়েছিল, ইতিমধ্যেই কেটে সরানো হয়েছে সেই গার্ডার।
প্রত্যেকেরই ভাই ভিতরে আটকে রয়েছে। সুড়ঙ্গের মুখে আটকে থাকা শ্রমিকদের আত্মীয়রা। বাইরে আসার পর শ্রমিকদের প্রথমে নিয়ে যাওয়া হবে হসপিটালে। পরিজনরা জানাচ্ছেন তাঁরা তাঁদের আত্মীয়দের আর কখনও এই সুড়ঙ্গে কাজে যেতে দেবেন না।
ড্রিলিং করে পাইপ বসানোর কাজ চলছে এই মুহূর্তে। পাইপের ভিতর দিয়ে প্রবেশ করানো হবে ট্রলি। ট্রলিতে শুয়ে প্রথমে ভিতরে যাবেন NDRF-এর জওয়ানরা। এরপর ওই ট্রলিতে শুয়েই এক এক করে শ্রমিকদের বের করা হবে। সুড়ঙ্গের একেবারে মুখেই দাঁড় করানো হবে অ্যাম্বুলেন্স। পাইপ দিয়ে শ্রমিকরা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সে তোলা হবে।
আজ রাতেই ঘটনাস্থলে আসতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই উত্তরকাশী পৌঁছচ্ছেন তিনি। প্রশাসনিক তৎপরতায় ইঙ্গিত আজ রাতেই উদ্ধার কাজ সফল হতে পারে।