Uttarkashi Tunnel Collapse: অগার মেশিনের উপরে ধসে পড়ল পাহাড়ের একাংশ, ফের স্থগিত উত্তরকাশীর উদ্ধারকাজ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 18, 2023 | 10:59 AM

Rescue Work: দিল্লি থেকে আনানো অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরই ২৫ টনের আরও একটি একই ধরনের মেশিন ইন্দোর থেকে দেহরাদুনে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আপাতত ব্যাক-আপের জন্যই রাখা হচ্ছে এই মেশিনকে। আজ সকাল ১০টা থেকে এই মেশিন ব্যবহার করা হচ্ছে।

Uttarkashi Tunnel Collapse: অগার মেশিনের উপরে ধসে পড়ল পাহাড়ের একাংশ, ফের স্থগিত উত্তরকাশীর উদ্ধারকাজ
উত্তরকাশীতে স্থগিত উদ্ধারকাজ।
Image Credit source: PTI

Follow Us

 

দেহরাদুন: ফের বিপত্তি উত্তরকাশীর উদ্ধারকাজে। ভেঙে পড়ল পাহাড়ের একটি অংশ। থামিয়ে দিতে হল উদ্ধারকাজ। জানা গিয়েছে, উদ্ধারকাজে ব্যবহৃত অগার মেশিনের উপরে ধসে পড়েছে পাহাড়ের একটি অংশ। এরফলে থামিয়ে দিতে হয় উদ্ধারকাজ। অন্যদিকে, ক্রমাগত ড্রিলিংয়ের কারণে অগার মেশিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে আনানো অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরই ২৫ টনের আরও একটি একই ধরনের মেশিন ইন্দোর থেকে দেহরাদুনে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আপাতত ব্যাক-আপের জন্যই রাখা হচ্ছে এই মেশিনকে। আজ সকাল ১০টা থেকে এই মেশিন ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের পাইপের মাধ্য়মে জল, খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তাদের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য চিকিৎসক ও পরিবারের সদস্যরাও নিয়মিত কথা বলছেন ৪০ জন শ্রমিকের সঙ্গে।

গত সপ্তাহের রবিবার উত্তরকাশীতে ধসে পড়ে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন ৪০ জন শ্রমিক। এরপর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। উপর থেকে মাটি ধসে পড়ায়, সিমেন্ট দিয়ে ছাদ জমিয়ে দেওয়া হয়। এরপর অগার মেশিন আনানো হয় দিল্লি থেকে। সেই মেশিন দিয়ে মাটিতে খনন শুরু করা হয়। কিন্তু শুক্রবার রাতে আবার সুড়ঙ্গের উপর থেকে মাটি ধসে পড়তে শুরু করে।

উদ্ধারকাজে যন্ত্রাংশ সরবরাহের জন্য প্রতি মুহূর্তে সহযোগিতা করছে ভারতীয় বায়ু সেনার এ-১৭ এয়ারক্রাফ্ট। দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে ১৬৫ জনের উদ্ধারকারী টিম। উদ্ধারকারী বিশেষজ্ঞ টিমকে প্রতিমুহূর্তে সহযোগিতা করছে এনডিআরএফ, এসডিআরএফ, বর্ডার রোডস অর্গানাইজেশন, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ  ও উত্তরাখণ্ডের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার।

Next Article