নয়া দিল্লি: দেশে এখন ৪৫-ঊর্ধ্বরা করোনা টিকা (COVID Vaccine) পাচ্ছেন। কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে লাগাম টানার জন্য চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের করোনা টিকার আবেদন করেছিল। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ছাড়াও দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের জন্য করোনা টিকার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনই বয়সবিধি উঠবে না করোনা টিকাকরণের।
তিনি বলেন, “যাঁদের করোনা আক্রান্ত হয়ে অধিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদেরই আগে করোনা টিকা দেওয়া হবে। যিনি ভ্যাকসিন চাইবেন তাঁকে ভ্যাকসিন দেওয়া লক্ষ্য় নয়, যাঁর প্রয়োজন তাঁকে ভ্যাকসিন দেওয়া অধিক প্রয়োজনীয়।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সব বয়সীদের জন্য করোনা টিকা চেয়েছিলেন। সে বিষয়ে নীতি আয়োগের সদস্য ভিকে পাল প্রশ্ন করেন, “আপনারা কি কেউ শুনেছেন ৪৫ বছরের কম বয়সীদের কোনও দেশ টিকা দিচ্ছে? এখন করোনা রোখার জন্য যাবতীয় কাজ আমাদের করে যেতে হবে। এরপর যখন করোনা টিকাকরণে বয়সবিধি তুলে দেওয়ার প্রয়োজনীয়তা আসবে, আমরা ঠিক সকলের জন্য করোনা টিকাকরণের দরজা খুলে দেব।”
প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। করোনার বাড়বাড়ন্ত রুখতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করে টিকাকরণে জোর দেওয়া-সহ একাধিক সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র। সেই মতো প্রত্যেক রাজ্যের কাছে পৌঁছেছে চিঠি। করোনা টিকাকরণের দ্রুততা বাড়ানোর জন্য সারা এপ্রিলে ছুটির দিনেও দেশজুড়ে চলছে করোনা টিকাকরণ।
আরও পড়ুন:ভিডিয়ো: করোনার মারণ থাবা, হাসপাতালে উপচে পড়ছে ভিড়, বাইরে তাঁবু খাটিয়ে দিতে হচ্ছে অক্সিজেন