ভিডিয়ো: করোনার মারণ থাবা, হাসপাতালে উপচে পড়ছে ভিড়, বাইরে তাঁবু খাটিয়ে দিতে হচ্ছে অক্সিজেন

হাসপাতালে বেড তো নেয়ই, পরিস্থিতি এমনই রোগীদের হাসপাতালের বাইরে অপেক্ষা করার জায়গায় তাঁবু খাটিয়ে অক্সিজেন দিতে হচ্ছে।

ভিডিয়ো: করোনার মারণ থাবা, হাসপাতালে উপচে পড়ছে ভিড়, বাইরে তাঁবু খাটিয়ে দিতে হচ্ছে অক্সিজেন
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 7:06 PM

পুণে: হাসপাতালে উপচে পড়ছে ভিড়। করোনা (COVID) রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে পুণের পিম্পরির যশন্তরাও চবন মেমোরিয়াল হাসপাতাল। সেখানে হাসপাতালে বেড নেই, পরিস্থিতি এমনই রোগীদের হাসপাতালের বাইরে অপেক্ষা করার জায়গায় তাঁবু খাটিয়ে অক্সিজেন দিতে হচ্ছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতাল চত্ত্বরেই তাঁবু খাটিয়ে বেডে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে।

যশন্তরাও হাসপাতালে ৪০০ টি বেড রয়েছে। যার মধ্যে ৫৫ টি আইসিইউ বেড। রোগীর ভিড় এতটাই সেখানে একটিও বেড ফাঁকা নেই। সারা পুণে জুড়ে ফাঁকা আছে স্রেফ ৭৯টি বেড। যশন্তরাও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ কৌস্তুভ কাহানে জানিয়েছেন, পিম্পরি পুরসভা তো বটেই তার বাইরে থেকেও রোগীরা আসছেন। তিনি বলেন, “যখন একজন নতুন রোগী আসছেন, তখন তাঁকে ভর্তি করার বিষয়ে আমাদের ভাবতে হচ্ছে। যদি কোনও রোগীর অক্সিজেন প্রয়োজন হয় তাহেল বেড না থাকলে তাঁর যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখেই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে অক্সিজেন সাপোর্ট দিচ্ছি।”

স্রেফ সোমবারই পুণেতে ৮ হাজার ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার এই বাড়তি সংক্রমণ রুখতে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এক সপ্তাহ নৈশ কার্ফু ঘোষণা হয়েছে সেখানে। পাশাপাশি সেখানে শপিং মল, ধর্মীয় স্থান, হোটেল পানশালা, থিয়েটারও ১ সপ্তাহের জন্য বন্ধ। তবে স্রেফ পুণেই নয়, দেশের অন্যান্য একাধিক রাজ্যেও শোচনীয় পরিস্থিতি করোনা সংক্রমণের। মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। সেই আবহে উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা রোখার সব ধরনের পদক্ষেপ করতে বলেছেন প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি দুই হাসপাতালকেই করোনা রোখায় শয্যা বৃদ্ধি ও পরিকাঠামোয় উন্নতি করতে বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য করোনা টিকায় বড় ঘোষণা কেন্দ্রের