ভোপাল: ভ্যালেন্টাইনস ডে’তে রেস্তরাঁয় ঢুকে ভাঙচুর। অভিযোগ উঠল শিবসেনা ও বিজেপির বিরুদ্ধে। দুটি ভিন্ন ঘটনায় ইতিমধ্যে বিজেপির প্রাক্তন বিধায়ক-সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্য প্রদেশের ভোপালের শ্যামলা হিলস অঞ্চলের রেস্তরাঁয় ভাঙচুর চালিয়েছে বিজেপির কর্মীরা ও হাবিবগঞ্জে শিবসেনা। এমনটাই অভিযোগ।
রবিবার গলায় গেরুয়া কাপড় জড়িয়ে একটি হুকাঁ পার্লারে চড়াও হন কয়েকজন দুষ্কৃতী। তারপর চলে দেদার ভাঙচুর। ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন হুকাঁ পার্লারের ম্যানেজার। সেই অভিযোগের প্রেক্ষিতেই প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেন্দ্র নাথ সিং-সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
Lawless prevail in MP’s #Bhopal after Ex-BJP MLA @bjpsurendranath, @BJP4MP / @ShivSena men attacked restaurants on Valentine’s Day for allegedly promoting #Love-Jihad & vandalised restaurants. They also allegedly assaulted couples sitting inside eateries. @newsclickin @DGP_MP pic.twitter.com/It3s84Zbia
— Kashif Kakvi (@KashifKakvi) February 14, 2021
হাবিবগঞ্জের ঘটনায় অভিযোগ ওঠে শিবসেনার বিরুদ্ধে। সেখানেও একটি রেস্তরাঁয় ঢুকে স্লোগান তোলেন শিবসেনা কর্মীরা। ছুড়ে ফেলে দেন রেস্তরাঁর খাবার। রেস্তরাঁয় বসে থাকা গ্রাহকদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রেস্তরাঁয় ভাঙচুরের বিষয়ে প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেন্দ্র নাথ সিং বলেন, “হুকাঁ পার্লারগুলি তরুণ-তরণীদের নেশাগ্রস্ত করে তুলছে। যার ফলে লভ জিহাদের প্রেক্ষাপট তৈরি হচ্ছে।”