মালাপ্পুরম: ফের পাথর হামলার কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার কেরলের (Kerala) মালাপ্পুরম জেলায় বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়া হল। ঘটনায় ট্রেনের জানলার কাচ ভেঙেছে, সিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কেরলে সেমি হাইস্পিড বিশিষ্ট ট্রেনটি উদ্বোধন করার ৬ দিনের মাথাতেই এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মালাপ্পুরম জেলায় থইরুনাভায়া এবং তিরুরের মধ্য দিয়ে যাওয়ার সময়ই পাথর-হামলার কবলে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের উপরই পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে সেমি হাইস্পিড বিশিষ্ট ট্রেনের সি-৪ কোচের জানালার কাচ এবং ৬২ ও ৬৩ নম্বর সিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় রেল পুলিশ একটি মামলা রুজু করেছে। যদিও কারা, কেন বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছুড়ল তা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলে রেল পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনটি প্রথমে তিরুর স্টেশনে স্টপেজ দেওয়ার কথা থাকলেও পরে সেটা বাতিল হয় এবং শোরনুর স্টেশনে স্টপেজ দেওয়া হয়। এদিন থইরুনাভায়া এবং তিরুরের মধ্য দিয়ে যাওয়ার সময়ই বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর-হামলা হয়।
বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন কেরলের রাজ্য বিজেপি সভাপতি কে. সুরেন্দ্রন। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, মালাপ্পুরম জেলায় বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা দুর্ভাগ্যজনক এবং কেরলের লজ্জা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ করা উচিত পুলিশের।
Strongly condemn the stone pelting against #VandeBharatExpress in Malappuram. This incident is extremely unfortunate and brings shame to all of Kerala. From day one, there were vile objections from some quarters. The police should find the culprits and take strict action. pic.twitter.com/XlkVMOk0rI
— K Surendran (@surendranbjp) May 1, 2023