নয়া দিল্লি: ইন্ডিগোর বিমানে (IndiGo Flight) বিভ্রাট। বারাণসী যাওয়ার পরিবর্তে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে, মাঝ আকাশেই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তারপরই যাত্রাপথ বদলে তেলেঙ্গনার বিমানবন্দরে নাম ওই বিমান। তারপর যাত্রীদের জন্য অন্য বিমানেরও ব্যবস্থা করা হয়েছে ইন্ডিগোর তরফে।
ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, বেঙ্গালুরু থেকে উড়ে গিয়েছিল ইন্ডিগো বিমান 6E897। গন্থব্যস্থল ছিল বারাণসী। বিমানে ছিলেন ১৩৭ জন যাত্রী। তবে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই অভিমুখ পাল্টাতে হয় এই বিমানের। ডিজিসিএ জানিয়েছে, সকাল ৬ টা ১৫ মিনিটে সামশাবাদের রাজীব গান্ধী বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির। তবে সব যাত্রীরা নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমানটির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, “বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ইন্ডিগোর ফ্লাইট 6E897 কে সতর্কতা হিসেবে হায়দরাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাইলট একটি যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন।” বর্তমানে হায়দরাবাদেই রয়েছে বিমানটি। এবং এয়ারক্রাফ্টটি খতিয়ে দেখা হচ্ছে। এয়ারলাইন্সের তরফে বিবৃতি প্রকাশ করে আরও জানানো হয়েছে, “আর কোনও বিলম্ব এড়াতে, যাত্রীদের বারাণসীতে নিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, ডিজিসিএ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে এরকম জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। শনিবার দিল্লিতে জরুরি অবতরণের ঘোষণা করা হয়েছিল। ফেডএক্স বিমান FX5279 দুবাইয়ের উদ্দেশে উড়ে যায়। তবে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্য়েই পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। তারপর জরুরি অবতরণ করা হয় বিমানটির। এদিকে গত বৃহস্পতিবারই খারাপ আবহাওয়ার কারণে ২২ টি বিমানকে দিল্লি বিমানবন্দর থেকে গতিপথ বদলে দেওয়া হয়।