ভুবনেশ্বর: চলছে আইপিএল (IPL)-র মরসুম। রবিবার মানেই জমিয়ে খাওয়া-দাওয়া এবং খেলা দেখা। এই আবহেই দেশে একটি স্থানীয় ম্যাচকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। এই রবিবারে এই ম্যাচের উত্তাপটা যেন একটু বেশিই ছিল। যার পরিণতি আম্পায়ারের মৃত্যু। ‘নো বল’ দেওয়ার জন্য খুন হলেন এই ম্যাচের আম্পায়ার। ওড়িশার চৌদ্বার পুলিশ স্টেশনের অন্তর্গত মানহিসালন্দা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, রবিবার অনুর্ধ্ব ১৮-র দুটি ক্রিকেট টিমের একটি টুর্নামেন্ট ছিল। অংশ নেয় শঙ্করপুর ও বহরমপুরের দুটি ক্রিকেট দল। ম্যাচ চলাকালীন ২২ বছর বয়সী লাকি রাউত একটি নো বল দেন। তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি এক দলের। এই নিয়ে মাঠের মধ্যে লাকির সঙ্গে জগা রাউতের বচসা বাধে। কিছুক্ষণের মধ্যেই সেই ঝামেলা অন্য আকার ধারণ করে। নিজের দল ভারী করতে জগা নিজের ভাই মুনাকে ডেকে নিয়ে আসে। রাগের মাথায় লাকিকে ব্যাট দিয়ে মারে মুনা। তারপর ছুরি দিয়ে আঘাত করে আম্পায়ারকে। গুরুতর জখম হন লাকি।
জখম অবস্থায় তাঁকে এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরই গোটা ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাহিলান্দার বাসিন্দা লাকি। সেই এলাকায় পুলিশ গেলে তাঁদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের তড়িঘড়ি গ্রেফতারের দাবি তোলেন তাঁরা। এদিকে খুনের পরই এলাকা ছেড়ে পালিয়েছে মুনা। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মুনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। এই খুনের তদন্ত জারি রয়েছে পুলিশের তরফে।