Sushil Modi Passes Away: হারাতে পারলেন না ক্যানসারকে, প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল মোদী

Soumya Saha |

May 13, 2024 | 11:37 PM

Sushil Modi Death: দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত এক মাস ধরে দিল্লির এইমসের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

Sushil Modi Passes Away: হারাতে পারলেন না ক্যানসারকে, প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল মোদী
সুশীল মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী। সোমবার দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত এক মাস ধরে দিল্লির এইমসের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বিহারে বিজেপির অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এবারের লোকসভা ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুশীল মোদী। গত ৩ এপ্রিল নিজেই সে কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা।

এক্স হ্যান্ডেলে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সুশীল মোদী সেদিন লিখেছিলেন, “বিগত ৬ মাস ধরে আমি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছি। আমার মনে হয়, এবার মানুষকে তা বলার সময় এসেছে। আমি এবারের লোকসভা ভোটের কোনও কর্মকাণ্ডে থাকতে পারছি না। আমি প্রধানমন্ত্রী মোদীকে পুরোটা জানিয়েছি। আমি ভারতের প্রতি, বিহারের প্রতি ও দলের প্রতি সবসময় কৃতজ্ঞ।” সুশীল মোদীর এভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তিন দশক ধরে বিহারের রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। বিহারের রাজনীতির পরিমণ্ডলে এ এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বর্ষীয়ান বিজেপি নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে রবিশঙ্কর প্রসাদ-সহ আরও অনেকে। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মোদী লিখেছেন, আমার দলীয় সহকর্মী এবং কয়েক দশকের বন্ধু সুশীল মোদীজির অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। বিহারে বিজেপির উত্থান এবং দলের সাফল্যে তিনি অনবদ্য অবদান রেখেছেন। জরুরী অবস্থার তীব্র বিরোধিতা করে তিনি ছাত্র রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছিলেন।”

Next Article