নয়া দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার (২৯ জুন) ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শেষ পর্যন্ত নির্বাচনের প্রয়োজন হলে, তা আগামী ৬ অগাস্ট অনুষ্ঠিত হবে। ওই দিনই হবে ভোট গণনাও। এই নির্বাচনে মনোনয়নপত্র পেশ করার শেষ তারিখ ১৭ জুলাই। প্রসঙ্গত, বর্তমান উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর মেয়াদকাল শেষ হচ্ছে ১০ অগাস্ট ৷ এদিন নির্বাচন কমিশন বলেছে, ‘ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৬৮ অনুসারে, বিদায়ী উপ-রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য, মেয়াদ শেষ হওয়ার আগেই উপ-রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।’
নয়া দিল্লিতে এক রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা হবে। ৬ অগাস্ট সকাল ১০টা থেকে ৫টার মধ্যে ভোট দেওয়া যাবে। কমিশন আরও জানিয়েছে ষোড়শ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিতে পারবেন, সংসদের উভয় কক্ষের মোট ৭৮৮ জন সদস্যের ইলেক্টোরাল কলেজ। এর মধ্যে থাকবেন রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য, ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য। যেহেতু, ভোটদাতারা সকলেইসংসদের উভয় কক্ষের সদস্য, তাই প্রত্যেক সাংসদের হাতে একটি করেই ভোট থাকবে।
এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনের সুচি নির্ধারণের জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের মধ্যে এক বৈঠক হয়। সেই বৈঠকেই দিনক্ষণ চূড়ান্ত করা হয়। ২০১৭ সালে বেঙ্কাইয়া নাইডুকে দক্ষিণ ভারতীয় মুখ হিসাবে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল বিজেপি। অন্যদিকে বিজেপি বিরোধী দলগুলি যৌথভাবে উপ-রাষ্ট্রপতি পদে বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী করেছিল। ২৭২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন গোপালকৃষ্ণ। বেঙ্কাইয়া নাইডু পেয়েছিলেন ৫১৬টি ভোট। অন্যদিকে গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ২৪৪ ভোট।
Election to the Office of the Vice-President of India, 2022 (16th Vice-Presidential Election) – poll & counting date – 6th August 2022 @PIB_India @airnewsalerts @DDNewslive https://t.co/JfEP8oXVIR
— Spokesperson ECI (@SpokespersonECI) June 29, 2022
উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন নাইডু। একসময় তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। অটলবিহারী বাজপেয়ীর এনডিএ সরকারে তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন। এমনকি, প্রথম মেয়াদে মোদীর মন্ত্রিসভাতেও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি। উপ-রাষ্ট্রপতি হিসেবে তিনি রাজ্যসভার চেয়ারপার্সন হিসেবেও কাজ করেছেন।
উপ-রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার যোগ্যতার কিছু মানদন্ড রয়েছে। প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাঁর বয়স ৩৫ বছরের বেশি হওয়া উচিত। তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হতে হবে। ভারত সরকার বা কোনও রাজ্য সরকারের অধীনে বা কোনো স্থানীয় প্রশাসনের অধীনে কোনও লাভজনক পদে থাকলে প্রার্থী হওয়া যাবে না। তবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয় বা রাজ্যের মন্ত্রী হলে অসুবিধা নেই। এই শর্তগুলি ছাড়াও, প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে অন্তত ২০ জন যোগ্য ভোটারের এবং সমর্থনকারী হিসাবে কমপক্ষে ২০ জন যোগ্য ভোটারের স্বাক্ষর থাকতে হবে। একজন ভোটার একাধিক প্রার্থীকে প্রস্তাব বা সমর্থন করতে পারবেন না।