Jagdeep Dhankar: ‘মহাত্মা গান্ধী মহাপুরুষ আর নরেন্দ্র মোদী যুগপুরুষ’, মন্তব্য জগদীপ ধনখড়ের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 28, 2023 | 9:37 AM

Jagdeep Dhankar: জগদীপ ধনখড় কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'যুগপুরুষ' বলেই থেমে থাকেননি, এরকম বলার কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, "মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ও অহিংসার মধ্য দিয়ে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করেছেন। আর ভারতের সফল প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দেশকে প্রগতির সেই রাস্তায় নিয়ে যাচ্ছেন, যা আমরা দেখতে চেয়েছিলাম।"

Jagdeep Dhankar: মহাত্মা গান্ধী মহাপুরুষ আর নরেন্দ্র মোদী যুগপুরুষ, মন্তব্য জগদীপ ধনখড়ের
মহাত্মা গান্ধীকে মহাপুরুষ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ তকমা জগদীপ ধনখড়ের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি শোনা গেল এবার খোদ উপ-রাষ্ট্রপতির গলায়। জাতির জনক মহাত্মা গান্ধীকে মহাপুরুষ বলে এবং তাঁর তুলনা টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘যুগপুরুষ’ আখ্যা দিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

ঠিক কী বলেছেন জগদীপ ধনখড়?

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, “গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধী আর এই শতাব্দীর যুগপুরুষ হলেন নরেন্দ্র মোদী।”

জগদীপ ধনখড় কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘যুগপুরুষ’ বলেই থেমে থাকেননি, এরকম বলার কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ও অহিংসার মধ্য দিয়ে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করেছেন। আর ভারতের সফল প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দেশকে প্রগতির সেই রাস্তায় নিয়ে যাচ্ছেন, যা আমরা দেখতে চেয়েছিলাম।”

সোমবার জৈন ধর্মগুরু শ্রীমাদ রাজচন্দ্রজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মহাত্মা গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টানেন জগদীপ ধনখড়। দুজনের মধ্যেকার আরও মিল তুলে ধরে তিনি বলেন, “এই দুই মহান ব্যক্তিত্ব, জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি জিনিস খুব সাধারণ। দুজনেই শ্রীমদ রাজচন্দ্রজির প্রতি শ্রদ্ধাশীল। দুজনেই তাঁর দ্বারা অনুপ্রাণিত।”

Next Article