দেহরাদুন: আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা গোটা মানবসমাজকে লজ্জায় ফেলেছে। একইসঙ্গে আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলকেও কড়া ভাষায় আক্রমণ করেন উপরাষ্ট্রপতি। বলেন, “কিছু বিচ্ছিন্ন কণ্ঠ শুধু কষ্ট বাড়াচ্ছে।”
আরজি কর কাণ্ড সামনে আসার পর এবং সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের মন্তব্য নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সিব্বলের নাম না করেই তিনি বলেছিলেন, “সুপ্রিম কোর্টের বার সদস্য এবং সংসদের সদস্য পদমর্যাদায় থাকা একজন কলকাতার ঘটনাকে অসুস্থতা বলেছেন। এই নৃশংস ঘটনাকে সাধারণ ঘটনা বলার চেষ্টা করেছেন।”
সেই আক্রমণের রেশ কাটার আগেই ফের কড়া সমালোচনা। এবার ঋষিকেশের এইমসে একটি অনুষ্ঠানেও আরজি কর হাসপাতালের ঘটনা এবং সে প্রসঙ্গে কপিল সিব্বলের মন্তব্য টেনে আনেন উপরাষ্ট্রপতি। আরজি কর কাণ্ডের নিন্দা করে তিনি বলেন, “এই ধরনের ঘটনা গোটা মানবসমাজকে লজ্জিত করে। যখন মানবতা লজ্জিত হচ্ছে, তখন কিছু কণ্ঠ এমন কিছু বলছে, যা উদ্বেগ তৈরি করছে। এরা শুধু আমাদের কষ্ট বাড়াচ্ছে। সহজভাবে বলতে গেলে কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন। যখন একজন সাংসদ, প্রবীণ আইনজীবী এই ধরনের ঘটনাকে ব্যধি, সাধারণ ঘটনা বলে উল্লেখ করেন, তখন তার প্রভাব চরম মাত্রায় হয়। এই ধরনের ভাবনার ক্ষেত্রে কোনও অজুহাত হয় না। এই ধরনের চিন্তাভাবনা পুনর্বিবেচনা করার এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতির প্রিজম দিয়ে দেখার মতো ঘটনা নয় এটি। এই রাজনৈতিক প্রিজম অত্যন্ত ভয়ঙ্কর, নিজস্ব দৃষ্টিভঙ্গি নষ্ট করে দেয়।”
হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়েও সরব হন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, “একজন চিকিৎসক একটা সীমা পর্যন্তই সাহায্য করতে পারেন। চিকিৎসকরা নিজেদের ঈশ্বরে পরিণত করতে পারেন না। তারা ঈশ্বরের পরবর্তী স্তরে থাকেন। যখন কারোর মৃত্যু হয়, তখন লাগামহীন আবেগে ভেসে অনেক সময়ই চিকিৎসকদের সঙ্গে এমন আচরণ করা হয় যা তাদের প্রাপ্য নয়…চিকিৎসক, নার্স, কম্পাউন্ডার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)