লখনউ: সে এক সময় ছিল, হারেরেরে বলে ঘোড়ায় চড়ে জমিদার বাড়িতে ডাকাতি করতে আসত ডাকাতরা। এখন আর সেই দিন নেই। ঘোড়ায় চড়ে চুরি করতে আসছে, এখনকার দিনে অভআবনীয় ব্যাপার। কিন্তু, সম্প্রতি এমটাই ঘটেছে উত্তর প্রদেশের কানপুর জেলার এক মন্দিরের বাইরে। দুই চোর ওই মন্দিরে চুরি করতে এসেছিল ঘোড়ায় চড়ে। মন্দির প্রাঙ্গনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরায় উঠেছে এই অদ্ভুত চোরদের কাণ্ডকারখানা।
ঘটনাটি ঘটেছে ২০ ডিসেম্বর রাতে, কানপুর জেলার বারা-৬ এলাকার রাধাকৃষ্ণ মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঘোড়ায় চড়ে মন্দিরের বাইরে এসে দাঁড়ায় দুই চোর। তাদের লক্ষ্য ছিল মন্দিরের দানপাত্র। বাদামি জ্যাকেট পরা একজন ঘোড়া থেকে নেমে, মন্দিরের প্রবেশদ্বারের সামনে রাখা দানপাত্রের কাছে আসে। সেটা চুরি করার চেষ্টা করে।
कानपुर के बर्रा-6 के राधाकृष्ण मंदिर में 20 दिसंबर की रात चोरी हुई। चोरी तो सामान्य बात है। अहम बात ये है कि चोर घोड़े से आए थे।
मंदिर के सामने रहने वाले 2 युवकों ने दौड़ाया, लेकिन चोर ‘कड़बक कड़बक’ करते हुए भाग निकले। #Kanpur #Crime @NBTLucknow pic.twitter.com/xmtb5D4urG— Praveen Mohta (@MohtaPraveenn) December 24, 2023
তার সহযোগী, হুড দেওয়া হলুদ রঙের জ্যাকেট পরা দ্বিতীয় জন ঘোড়ার পিঠেই ছিল। সে পাহারা দিচ্ছিল। কেউ আসছে কিনা দেখছিল। কিন্তু, দানপাত্রটি একটি ইস্পাতের রেলিং-এর সঙ্গে লাগানো ছিল। ফলে অনেক চেষ্টা করেও অশ্বারোহী চোররা তা লুঠ করতে পারেনি। বলা ভাল, সেটিকে তার জায়গা থেকে নড়াতেই পারেনি।
অশ্বারোহী চোরদের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। দানপাত্র ধরে টানাটানি করার মধ্যেই সেখানে এসে জড়ো হয় এক-এক করে বেশ কয়েকটি পথ-কুকুর। তারা ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। এর ফলে, জেগে যায় স্থানীয় বাসিন্দারা। ফুটেজের শেষ অংশে দেখা যাচ্ছে, চোর দুই জন ঘোড়ায় চড়ে পালাচ্ছে। আর ঘটনাস্থলে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা।