নয়া দিল্লি: নয়া দিল্লি: দীপাবলির দিন, উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। আর বড় দিনে বড় বিপদ ঘটল হরিয়ানার গুরুগ্রামে। সোমবার (২৫ ডিসেম্বর), এখানকার এক মন্দিরের দেওয়াল ধসে অন্তত পাঁচজন শ্রমিক আটকে পড়েছিলেন। পাঁচজনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচ শ্রমিকের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও গুরুতর জখম হয়েছেন।
#WATCH | Five workers are feared trapped after the wall of a temple collapsed in Gurugram, Haryana. Rescue operation is underway.
More details are awaited. pic.twitter.com/1kLoZrTN8f
— ANI (@ANI) December 25, 2023
জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ১৫-য় অবস্থিত এক জগন্নাথ মন্দিরে নির্মাণের কাজ চলছিল। আচমকাই, মন্দিরের একপাশের দেওয়াল ধসে যায় এবং কর্মরত শ্রমিকরা তার নীচে চাপা পড়েন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সূত্রের খবর, ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করা হয়।
Construction and labour safety norms continue to be overlooked in #Gurugram . One labourer died while four others were injured as a wall collapsed during construction at #Jaggannath temple sector 15 . #NewsUpdates pic.twitter.com/nREzsKvgFJ
— Sumedha Sharma (@sumedhasharma86) December 25, 2023
দুর্ঘটনার পর ঘটনাস্থলের এক ভিডিয়োও সামনে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলের আশপাশে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরনোর কাজ করা হচ্ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রয়েছে স্থানীয় পুলিশও। সিল্কিয়ারায় আটকে পড়া শ্রমিকরা, সতেরোদিন পর মুক্তি পেয়েছিলেন। তারপর, কয়েকটা দিন যেতে না যেতেই ফের ধসের নীচে আটকে পড়ার আরও এক ঘটনা ঘটল।
ধসের নীচে আরও কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল, তদন্ত করে দেখছে পুলিশ। নয়ডায়, নির্মাণকর্মীদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয় না নির্মাণ সংস্থাগুলি বলে, দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এই ঘটনার পর, ফের সেই প্রশ্ন সামনে চলে এল।