Video: সামনে মিছিল, আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন গাড়ি-চালক, তারপর যা ঘটল…

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 23, 2024 | 10:19 AM

Car Rams Procession As Driver Suffers Heart Attack: সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, আচমকা গাড়িটি গতি বাড়িতে ধাক্কা দেয় মিছিলটিতে। ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। তবে মৃত্যু হয়েছে গাড়িটির চালকের। পুলিশ জানিয়েছে, সম্ভবত দুর্ঘটনা ঘটার আগেই চালকের মৃত্যু হয়েছিল। কারণ, দুর্ঘটনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

Video: সামনে মিছিল, আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন গাড়ি-চালক, তারপর যা ঘটল...
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল শিউরে ওঠা দৃশ্য
Image Credit source: Twitter

Follow Us

জয়পুর: ধর্মীয় মিছিলে ধাক্কা দিল গাড়ি! না কোনও ঘৃণামূলক অপরাধের ঘটনা নয়, এক অদ্ভুত দুর্ঘটনা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি), রাজস্থানের নাগৌরে ওই ধর্মীয় মিছিল চলছিল। পিছনে পিছনে চলছিল একটি গাড়ি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, আচমকা গাড়িটি গতি বাড়িতে ধাক্কা দেয় মিছিলটিতে। ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। তবে মৃত্যু হয়েছে গাড়িটির চালকের। পুলিশ জানিয়েছে, সম্ভবত দুর্ঘটনা ঘটার আগেই চালকের মৃত্যু হয়েছিল। কারণ, দুর্ঘটনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আর সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চালকের নাম ইসহাক মহম্মদ। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার, বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে জঙ্গীদ সম্প্রদায়ের মানুষ একটি ধর্মীয় মিছিল বের করেছিলেন। একই সময় ইসহাক তাঁর পরিবারের এক সদস্যকে নিয়ে মেডিকেল চেক-আপের জন্য দেগানা এলাকার এক হাসপাতালে যাচ্ছিলেন। মিছিলের পিছনেই গাড়িটি ছিল। আচমকা ইসহাক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দেগানার সার্কেল অফিসার রামেশ্বর সাহারান জানিয়েছেন, হার্ট অ্যাটাকের কারণেই সম্ভবত ইসহাকের পায়ের চাপ পড়েছিল অ্যাক্সিলারেটরে। তাতেই গাড়িটি আচমকা গতি বাড়িয়ে মিছিলে গিয়ে ধাক্কা মেরেছিল।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ইশাক প্রথমে মিছিলের পিছনে ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এরপর, তিনি আচমকা গতি বাড়িয়ে মিছিলে ঢুকে পড়েন। বেশ কয়েকজনকে ধাক্কা মারার পর, রাস্তার পাশের একটি দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় আহত পাঁচজন এবং হৃদরোগে আক্রান্ত ইশাককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেছেন, “দেগানায় বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছিল। সেই সময় পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। প্রার্থনা করি, ঈশ্বর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিন।”

 

Next Article