PM Narendra Modi: আত্মবিশ্বাসী মোদী, সরকারে আসার পর ১০০ দিনের কাজের রোডম্যাপ চাইলেন প্রধানমন্ত্রী

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 23, 2024 | 10:52 AM

Lok Sabha Election 2024: বিজেপি সূত্রে খবর, তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বে এনডিএ জোট ৪০০ আসন পার করবে বলেই দাবি করেছেন তিনি। আর সেই কারণেই তিনি মন্ত্রিসভার সকল মন্ত্রীদের কাছ থেকে অ্যাকশন প্ল্য়ান চাইলেন প্রধানমন্ত্রী মোদী। 

PM Narendra Modi: আত্মবিশ্বাসী মোদী, সরকারে আসার পর ১০০ দিনের কাজের রোডম্যাপ চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: মাস দেড়-দুই পরই রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। একদিকে যেখানে আসন ভাগাভাগি চূড়ান্ত করতেই হিমশিম খাচ্ছে বিরোধীরা, সেখানেই তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে এনডিএ (NDA) সরকার- এই বিষয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর সেই আত্মবিশ্বাস থেকেই নির্বাচন হওয়ার আগেই আগামী ৫ বছরের কাজের পরিকল্পনা করে ফেলতে বললেন মন্ত্রীদের।  

বিজেপি সূত্রে খবর, তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বে এনডিএ জোট ৪০০ আসন পার করবে বলেই দাবি করেছেন তিনি। আর সেই কারণেই তিনি মন্ত্রিসভার সকল মন্ত্রীদের কাছ থেকে অ্যাকশন প্ল্য়ান চাইলেন প্রধানমন্ত্রী মোদী।

কী এই অ্যাকশন প্ল্যান? মন্ত্রিসভার সকল মন্ত্রীদের কাছে তৃতীয়বার সরকারে আসার পর প্রথম ১০০ দিনে কী কাজ করা হবে, তার অ্যাকশন প্ল্যান জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আগামী ৫ বছর প্রত্যেক মন্ত্রকের কাজের রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ১০০ দিনের কাজের রোডম্যাপ ও প্রত্য়েক মন্ত্রকের অ্যাকশন প্ল্যান ক্যাবিনেট সেক্রেটারিকে জমা দিতে হবে। নির্বাচনের আগে দ্রুত এই পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

সরকারের মূল ফোকাস যে উন্নয়ন, সেই বার্তা দিতেই এবং দলের নীচু তলার কর্মীদের মধ্যে সরকারে আসা নিয়ে আত্মবিশ্বাস তৈরি করতেই প্রধানমন্ত্রী মোদী এই নির্দেশ দিয়েছেন। বিগত ১০ বছরে মোদী সরকার যে উন্নয়নমূলক প্রকল্প শুরু ও তা নিয়ে কাজ করেছে, সেই উন্নয়নের খতিয়ান নিয়েই ভোট প্রচারে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একদিকে যেখানে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, সেখানেই নির্বাচনী প্রচারে বরাবরের মতোই সরকারের উন্নয়নকাজের খতিয়ান তুলে ধরেও প্রচারে বেগ দিতে চলেছে বিজেপি।

Next Article