Drunk Professor VIDEO: ইনি নাকি অধ্যাপক! ভর দুপুরে রাস্তায় খাচ্ছেন গড়াগড়ি, টলোমলো পায়ে উঠে দাঁড়াতেও পারছেন না…

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 31, 2025 | 8:28 AM

Drunk Professor: প্রাথমিকভাবে পথচারীরা দেখে ভেবেছিলেন যে অসুস্থ তিনি। সেই ভেবেই অ্যাম্বুল্যান্স ডাকা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তবে অ্যাম্বুল্যান্স আসার পর ওই ব্যক্তিকে পরীক্ষা করে দেখা যায়, তিনি চূড়ান্ত মদ্যপ অবস্থায় রয়েছেন।

Drunk Professor VIDEO: ইনি নাকি অধ্যাপক! ভর দুপুরে রাস্তায় খাচ্ছেন গড়াগড়ি, টলোমলো পায়ে উঠে দাঁড়াতেও পারছেন না...
মদ্যপ অধ্যাপক।
Image Credit source: X

Follow Us

ভোপাল: ভর দুপুরে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন এক ব্যক্তি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারছেন না। টলতে টলতে ফের পড়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো। জানা গেল, ভিডিয়োয় থাকা ওই ব্যক্তি পেশায় কলেজের অধ্যাপক। তাঁকেই মাঝ রাস্তায় এই অবস্থায় দেখে স্তম্ভিত-হতবাক সকলে।

জানা গিয়েছে, মধ্য প্রদেশের রেওয়া জেলার সরকারি গার্লস কলেজের অধ্যাপক ওই ব্যক্তি। শনিবার ভর দুপুরে তাঁকে মদ্যপ অবস্থায় দেখা যায়। তিনি এমন অবস্থায় ছিলেন যে উঠে দাঁড়াতেই পারছিলেন না। উঠে দাঁড়ালেও সোজাভাবে দাঁড়াতেও পারছেন না। পড়ে যাচ্ছেন বারবার।

প্রাথমিকভাবে পথচারীরা দেখে ভেবেছিলেন যে অসুস্থ তিনি। সেই ভেবেই অ্যাম্বুল্যান্স ডাকা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তবে অ্যাম্বুল্যান্স আসার পর ওই ব্যক্তিকে পরীক্ষা করে দেখা যায়, তিনি চূড়ান্ত মদ্যপ অবস্থায় রয়েছেন।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কলেজেও যোগাযোগ করা হয়। কলেজের প্রিন্সিপাল বলেন যে ওই ব্যক্তি চুক্তিভিত্তিক অধ্যাপক। হায়ারিং কমিটির সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে।

Next Article