গাজ়িয়াবাদ: শক্ত করে স্ত্রীর হাত ধরে রেখেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ১০ তলা থেকে নীচে পড়ে গেলেন মহিলা। উত্তর প্রদেশের (Uttar Pradesh) গাজ়িয়াবাদের সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ৯ তলার ছাদে ঝুলছেন মহিলা। স্বামী তাঁকে তোলার চেষ্টা করছেন। এরপরই হাত ফসকে নীচে পড়ে যান ওই মহিলা।
জানা গিয়েছে, ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধের সময়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে ১০ তলার ছাদে গিয়ে ঝাঁপ দিতে যাচ্ছিলেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে ছুটে এসে স্ত্রীকে ধরেন স্বামী। ৩ মিনিট ধরে থাকার পর ফসকে যায় মহিলার হাত। সে সময় নীচে বালিশ ছিল, সেই বালিশ ওপর পড়ায় কোনওক্রমে প্রাণে বেঁচে যান মহিলা।
ग़ाज़ियाबाद में पति से झगड़े के बाद एक महिला ने 9वीं मंज़िल से छलांग लगाई,पति ने 3 मिनट तक हाथ पकड़कर रखा और शोर मचा दिया,शोर सुनकर नीचे लोगों ने गद्दे बिछा दिए,पकड़ कमजोर पड़ते ही महिला नीचे गिरी और गंभीर से घायल हो गई pic.twitter.com/6WPYzEMI3A
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 15, 2021
আপাতত ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তাদের কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা যাকে ওই মহিলার স্বামী বলে জানিয়েছেন, তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার জ্ঞান ফিরলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। আরও পড়ুন: উত্তর প্রদেশের করোনা যুদ্ধে যোগীকে ‘ফুল মার্কস’ মোদীর