গুয়াহাটি: নিজের একটা বাড়ি হবে, মাথার উপরে ছাদ হবে, অধিকাংশ মানুষই এই স্বপ্ন দেখেন। কিন্তু, নতুন বাড়ি তৈরি করে আতঙ্কে নাওয়া-খাওয়া ছেড়েছেন অসমের নওগাঁও জেলার এক বাসিন্দা। নতুন বাড়ি তাঁর কাছে হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের। আর এর সূত্রপাত ঘটে বাড়ির শৌচাগারে। কী ছিল শৌচাগারে? একটি ভিডিয়ো ক্লিপে ধরা পড়েছে সেই গা শিরশিরে দৃশ্য।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নওগাঁওয়ের মহকুমা শহর, কালিয়াবোরে। কালিয়াবোরের কুয়ারিতাল চারিয়ালিতে সদ্য ওই বাড়িটির নির্মাণকাজ শেষ হয়েছিল। সেই বাড়ির শৌচাগারেই ছিল কয়েক ডজন সাপ। ভয়ঙ্কর ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নতুন বাড়ির শৌচাগারটি থেকে সাপগুলি কিলবিল করে বেরিয়ে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ৩০টিরও বেশি সাপের বাচ্চা ছিল। সাপের খবর ছড়িয়ে পড়তেই, বাড়িটিতে ভিড় জমান এলাকার মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় সাপ উদ্ধারকারী সঞ্জীব ডেকাকে।
Assam | Sanjib Deka said, “The house owner informed me about the presence of snakes and I reached the spot. I found that many snakes were crawling at the place. I recovered around 35 snakes crawling from a newly constructed toilet of the house. Later I released the snakes crawl… pic.twitter.com/HS8LCJevtU
— ANI (@ANI) May 27, 2024
সঞ্জীব ডেকা আরও জানিয়েছেন, সাপগুলি সেখান থেকে সরিয়ে দেওয়ার পর আর ভয়ের কিছু নেই। তাঁর মতে, বাড়িটি তৈরির পর দীর্ঘদিন খালি পড়ে ছিল। সেই সুযোগে বাড়ির শৌচাগারে ডিম পেড়েছিল একটি সাপ। ওই ডিম ফুটেই বাচ্চাগুলি জন্মেছে। সঞ্জীব ডেকা ভয় নেই বললেও, এখনও আতঙ্ক কাটছে না বাড়ির সদস্যদের। সাপগুলি আবিষ্কারের পর থেকে আতঙ্কে খাওয়া-দাওয়াই প্রায় ছেড়ে দিয়েছেন বাড়ির মালিক, এমনটাই জানা গিয়েছে।