Video: অকুতোভয় কেন্দ্রীয় মন্ত্রী, মাঝ আকাশে দিলেন বিমান থেকে ঝাঁপ!
Gajendra Shekhawat skydives: শনিবার (১৩ জুলাই) ছিল বিশ্ব স্কাইডাইভিং দিবস। আর এই দিনে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিলেন খোদ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। শনিবার, একটি বিমান থেকে স্কাইডাইভ করেন গজেন্দ্র শেখাওয়াত। স্কাইডাইভিং-এর পর গজেন্দ্র শেখাওয়াত জানান, তিনি অত্যন্ত উত্তেজিত। এই অভিজ্ঞতা তিনি খুবই উপভোগ করেছেন।
চণ্ডীগঢ়: শনিবার (১৩ জুলাই) ছিল বিশ্ব স্কাইডাইভিং দিবস। আর এই দিনে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিলেন খোদ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। শনিবার, একটি বিমান থেকে স্কাইডাইভ করেন গজেন্দ্র শেখাওয়াত। ভারতের একমাত্র অসামরিক স্কাইডাইভিং ড্রপ জোন হল স্কাইহাই। হরিয়ানার নার্নাউল এয়ারস্ট্রিপে অবস্থিত এই ড্রপ জোনেই স্কাইডাইভ করেন পর্যটন মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত। বিমান থেকে ঝাঁপ দেওয়ার আগে, বেশ কয়েকদিন ধরে স্কাইডাইভিংয়ের পাঠ নিয়েছিলেন পর্যটন মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বিমান থেকে লাফের ভিডিয়ো।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে লাফ দেওয়ার আগে, স্কাইডাইভের সময় ঘাড় কীভাবে থাকা উচিত, তা গজেন্দ্র শেখাওয়াতকে দেখিয়ে দিচ্ছেন প্রশিক্ষক। এক হার্নেস দিয়ে প্রশিক্ষকের সঙ্গে বাধা অবস্থায় আছেন মন্ত্রী। এরপর তাঁরা লাফ দেন। গজেন্দ্র শেখাওয়াতের মুখ দেখে বোঝা যায় তিনি অত্যন্ত উপভোগ করছেন স্কাইডাইভিং। কিছু পরে প্রশিক্ষককে দেখা যায়, প্যারাশুট খুলতে। মেঘের মধ্য দিয়ে তাঁদের দুজনকে ধীরে ধীরে মাটির দিকে নেমে আসতে দেখা যায়।
दिन विशेष: स्काई डाइविंग का रोमांच। pic.twitter.com/iGoaQLDeyL
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) July 13, 2024
স্কাইডাইভিং-এর পর গজেন্দ্র শেখাওয়াত জানান, তিনি অত্যন্ত উত্তেজিত। এই অভিজ্ঞতা তিনি খুবই উপভোগ করেছেন। তিনি বলেন, “আমার জন্য আজ একটা রোমাঞ্চকর দিন। কিন্তু, আরও গুরুত্বপূর্ণ হল, এটা বিশ্ব এবং এরোস্পোর্টস জগতের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। এই প্রথম বিশ্ব স্কাইডাইভিং দিবস পালিত হচ্ছে।” তিনি আরও জানান, আগে হাজার হাজার ভারতীয় পর্যটক, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নিউজিল্যান্ড এবং অন্যান্য জায়গায় গিয়ে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতেন। এখন তারা ভারতেই এখানে এই অভিজ্ঞতা অর্জন করতে পারে। এতে পর্যটন খাতও উত্সাহ পাবে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, “ভারতের প্রথম স্কাইডাইভিং বিমান চালু করলাম আমি। কামনা করি এই প্রচেষ্টা সাফল্য পাক।” তিনি আরও জানিয়েছেন, মধ্য প্রদেশ এবং গোয়া-সহ ভারতের আরও অনেক জায়গায় স্কাইডাইভিং চালু করতে চায় সরকার৷
Union Minister Gajendra Singh Shekhawat’s thrilling skydive on the first #WorldSkydivingDay sets a new milestone for aerosports and tourism in India! 🇮🇳 Witnessing history at Skyhigh, Narnaul. Exciting times ahead for adventure tourism! 🪂✈️#NewHeights #Skydivingday… pic.twitter.com/PKaaCaP86P
— Ministry of Tourism (@tourismgoi) July 13, 2024
প্রসঙ্গত, চলতি বছর থেকেই ১৩ জুলাই তারিখটিকে বিশ্ব স্কাইডাইভিং দিবস হিসেবে পালন করা শুরু হল। প্রতি বছর জুলাইয়ের দ্বিতীয় শনিবারে এই দিবস পালন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ান প্যারাসুট ফেডারেশন, ব্রিটিশ স্কাইডাইভিং-সহ ছয়টি স্কাইডাইভিং অ্যাসোসিয়েশন এই উদ্যোগ নিয়েছে।