Video: বন্যার জলে ফেলে মহিলাকে হেনস্থা! যোগী-রাজ্যে এটাই সুরক্ষা?

Jul 31, 2024 | 9:47 PM

Uttar Pradesh woman harassed on flooded road: এই অস্বস্তিকর প্রশ্ন তুলে দিল এক ভাইরাল ভিডিয়ো। অতিবৃষ্টিতে লখনউয়ের প্লাবিত রাস্তা দুঃস্বপ্নে পরিণত হল এক মহিলার জন্য। শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ভাইরাল ভিডিয়োটি দেখে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করছে পুলিশ।

Video: বন্যার জলে ফেলে মহিলাকে হেনস্থা! যোগী-রাজ্যে এটাই সুরক্ষা?
কবে বন্ধ হবে এই অসভ্যতা?
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়, উত্তর প্রদেশে আইনের কড়া শাসন বলবৎ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত। সমাজবাদী পার্টির শাসনের সময় যে সকল রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেন না মহিলারা, এখন সেই সকল রাস্তা দিয়ে নির্ভয়ে যাতায়াত করেন মহিলারা। তবে, বাস্তবে এই দাবি কতটা সঠিক, তা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। আরও একবার এই অস্বস্তিকর প্রশ্ন তুলে দিল এক ভাইরাল ভিডিয়ো। অতিবৃষ্টিতে লখনউয়ের প্লাবিত রাস্তা দুঃস্বপ্নে পরিণত হল এক মহিলার জন্য।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বন্যায় প্লাবিত উত্তর প্রদেশের রাজধানীর রাজপথ। আর জলে ডোবা সেই রাস্তা দিয়ে বাইকে করে এক মহিলাকে নিয়ে আসছেন এক পুরুষ। রাস্তার জমা জলে হট্টগোল করছিল একদল পুরুষ। বাইকে ওই মহিলাকে দেখে তাদের উল্লাস আরও বেড়ে যায়। বন্যায় ডুবে যাওয়া রাস্তা দিয়ে চলা ওই বাইকের সওয়ারি পুরুষ ও মহিলার উপর, রাস্তার ময়লা জল ছিটাতে শুরু করে তারা। বাইকটি তাদের কাছাকাছি আসার পর, সেটিকে ঘিরে ধরে ওই অসভ্য পুরুষের দল।

বাইকটি যখন তাদের অতিক্রম করে যাচ্ছে, সেই সময় কয়েকজনকে দেখা যায়, সেটিকে পিছন থেকে টেনে ধরতে। এই সময় এক ব্যক্তিকে দেখা যায়, বাইক আরোহীর পিছনে বসে থাকা মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করছেন। তাদের টানাটানিতে প্রবল বৃষ্টি এবং জমা জলের মধ্যে ভারসাম্য রাখতে পারেনি বাইকের দুই আরোহী। মহিলা ও পুরুষ – দুজনেই রাস্তায় জমা জলে পড়ে যান। পথচারীদের সাহায্যে ওই মহিলা উঠে বসেন।


এই কুৎসিত ঘটনাটি ঘটেছে লখনউ শহরের বিখ্যাত তাজ হোটেল ব্রিজের নীচে। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় ওই এলাকায়। শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ এসে ওই অসভ্য ভিড়কে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। বাইকআরোহী ওই পুরুষ ও মহিলাকে যারা হেনস্থা করেছে, ভাইরাল ভিডিয়োটি দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত মার্চ মাসে উত্তর প্রদেশের বিজনোর জেলার ধরমপুর শহরে এক মুসলিম পরিবারকে প্রায় একই কায়দায় হেনস্থা করেছিল উন্মত্ত জনতা। বোনের জ্বর হওয়ায় মা ও বোনকে বাইকে চাপিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন এক মুসলিম দিনমজুর। ফেরার পথে, তাঁদের ঘিরে ধরেছিল দোল খেলায় মত্ত কিছু ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল, মোটরবাইকে থাকা ওই মুসলিম পরিবারকে ঘিরে ধরে, তাদের মুখে এবং শরীরের অন্যান্য অংশে রঙ লাগাচ্ছে তারা। পরে, তাদের গায়ে জলও ঢেলে দেওয়া হয়। বোনের শরীর খারাপ বলে, তাদের বারংবার বাধা দিয়েছিলেন ওই মুসলিম যুবক। কিন্তু, উন্মত্ত জমতার কানে কোনও কথাই পৌঁছয়নি। ওই ঘটনায় মাত্র একজনকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ। এদিনের ঘটনা, অনেককেই সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে।

Next Article