Vijay Diwas: ভারতের কাছে মাথা নত করেছিল ৯৩ হাজার পাক সেনা, ৭১-র মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের সেই বিরল মুহূর্ত দেখুন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 16, 2022 | 12:27 PM

Bangladesh Freedom War: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে হার মানার পর, আজকের দিনেই ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর সামনে অস্ত্র নামিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বৃহত্তম সামরিক বাহিনীর আত্মসমর্পণ ছিল।

Vijay Diwas: ভারতের কাছে মাথা নত করেছিল ৯৩ হাজার পাক সেনা, ৭১-র মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের সেই বিরল মুহূর্ত দেখুন...
আত্মসমর্পণের চুক্তি স্বাক্ষর করার মুহূর্ত।

Follow Us

নয়া দিল্লি: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনেই ভারতের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল পাকিস্তানের সেনা। পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় বাংলাদেশ। একদিকে বাংলাদেশ যেমন এই দিনটি বিজয় দিবস হিসাবে পালন করে, তেমনই ভারতীয় সেনাবাহিনীও ৭১-র বাংলাদেশ-পাকিস্তান মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দিনটিকে বিজয় দিবস হিসাবে উদযাপন করে। আজ বিজয় দিবসের ৫১ বছর পূর্ণ হল। যে মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করে, বিজয় দিবস উপলক্ষে সেই বিরল মুহূর্তের ছবিই তুলে ধরল কেন্দ্রীয় সরকার।

পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ যে স্বাধীনতার লড়াই শুরু করেছিল, তাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় ভারত। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যুদ্ধ হার মেনে নেয় পাকিস্তান সেনা। ভারতের কাছে আত্মসমর্পণ করে। অল ইন্ডিয়া রেডিয়ো নিউজের তরফে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, পূর্ব পাকিস্তানের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি ও পাকিস্তান সেনাবাহিনীর কম্যান্ডার ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করছেন। দুই দেশের সেনাবাহিনীর উপস্থিতিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্থল, জল ও আকাশপথ সমর্পণ করার চুক্তি স্বাক্ষর করা হয়।

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে হার মানার পর, আজকের দিনেই ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর সামনে অস্ত্র নামিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বৃহত্তম সামরিক বাহিনীর আত্মসমর্পণ ছিল।

বিজয় দিবস উপলক্ষ্যে এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের নেতা-মন্ত্রীরা শুভেচ্ছাবার্তা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও   ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

Next Article