Vijay Mallya Podcast: ক্রিকেট নয়, RCB কিনেছিলেন আরও বড় উদ্দেশ্য সাধনে! ১৭ বছর পর ‘আসল কারণ’ খোলসা করলেন বিজয় মালিয়া
Vijay Mallya Podcast: সেই পডকাস্টে ২০০৮ সালে বিজয় মালেয়ার RCB কেনার প্রসঙ্গ তুলে তার সেকালের অভিজ্ঞতার কথা জানতে চান ইউটিউবার রাজ শামানি। তখনই বিজয় মালেয়া বলেন, RCB দলটি কেনার পিছনে ক্রিকেট নয়, বরং আরও বড় উদ্দেশ্যে সাধনই ছিল মূল পরিকল্পনা।

নয়াদিল্লি: তিনি দেশছাড়া। ঋণ না শোধ করতে পেরে ২০১৬ সালেই ভারত থেকে রাতের অন্ধকারের বিদায় নিয়েছিলেন বিজয় মালেয়া। তবে তাঁর দাবি, পাওনার বেশি টাকা শোধ করেছেন তিনি। খুব সম্ভবত লন্ডনেই এখন রয়েছেন এই দেশছাড়া ব্যবসায়ী। তার ভারত থেকে পালানোর ৯ বছর পর অবশেষে গোটা বিশ্ববাসীর সামনে এসে দাঁড়ালেন বিজয় মালিয়া। দিলেন সাক্ষাৎকার। তাও আবার একজন ভারতীয় ইউটিউবারকে।
ভারতীয় জনপ্রিয় ইউটিউবার রাজ শামানির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার বা পডকাস্টে বসলেন একদা ভারতের ধনকুবের বিজয় মালিয়া। কথা হল অনেক বিষয়ে। কথা হল তার কেনা IPL টিম RCB নিয়েও।
সেই পডকাস্টে ২০০৮ সালে বিজয় মালিয়ার RCB কেনার প্রসঙ্গ তুলে তার সেকালের অভিজ্ঞতার কথা জানতে চান ইউটিউবার রাজ শামানি। তখনই বিজয় মালিয়া বলেন, RCB দলটি কেনার পিছনে ক্রিকেট নয়, বরং আরও বড় উদ্দেশ্যে সাধনই ছিল মূল পরিকল্পনা।
তাঁর কথায়, ‘IPL নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় BCCI কমিটি বৈঠকে কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে আমিও উপস্থিত ছিলাম। ওই একই সময়কালে আমি আমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগটাও করেছি। রয়্যাল চ্যালেঞ্জার হুইস্কি সংস্থাটা কিনেছি। সুতরাং, সেটাকেও মানুষের মধ্যে বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা দায় আমার ছিল।’
মালিয়ার সংযোজন,’ওই কমিটির আলোচনাতেই আমার মাথায় খেলে গেল, এমন একটা দেশ যেখানে ক্রিকেট ধর্মের সমান। সেখানে নিজের মদের সংস্থার প্রচারের জন্য এর থেকে ভাল মঞ্চ হয় না। সেই সময়ই আমি বেঙ্গালুরু ক্রিকেট দলটা কিনি। নাম দি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা কেনার একমাত্র উদ্দেশ্যই ছিল নিজের মদের কোম্পানির প্রচার।’

