মুম্বই: বিকশিত ভারত অ্যাম্বসাডর প্রোগ্রামের অধীনে দেশের বিভিন্ন রাজ্য এবং শহরে ২৫টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে মুম্বইতেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৩০ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকছেন। মুম্বইয়ের বোরিভালিতে শ্রী শ্রী রবিশঙ্করের উপস্থিতিতে ‘ডেভেলপড ইন্ডিয়া অ্যাম্বাসাডর’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজ শুক্রবার।
শ্রী শ্রী রবিশঙ্কর উন্নত ভারত সম্পর্কে কথা বলবেন এই অনুষ্ঠানে। উন্নত ভারতের দৃষ্টিভঙ্গি এবং উন্নত ভারতের লক্ষ্য- এইসব বিষয়ে নিজের মতামত প্রদান করবেন তিনি। মুম্বইয়ের বহু বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে।
‘মিউজিক অ্যান্ড মেডিটেশন’- এটাই হবে বিকশিত ভারত অ্যাম্বাসাডর অনুষ্ঠানের অন্যতম উপজীব্য বিষয়। শ্রী শ্রী রবিশঙ্কর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। শুক্রবার বিকেলে শুরু হয়েছে সেই অনুষ্ঠান।
শ্রী শ্রী রবিশঙ্কর আধ্যাত্মিক গুরু হিসেবে শুধু ভারতেই নয় সারা বিশ্বে পরিচিত। রবিশঙ্কর মূলত একটি হিংসা-মুক্ত সমাজ গঠনের জন্য বিশ্বব্যাপী প্রচার শুরু করেছিলেন। অল্প বয়স থেকেই রবিশঙ্কর ভগবদ্গীতার উপর বক্তৃতা দিতেন। আধ্যাত্মিকতার গভীর অনুশীলন করেছেন তিনি। বৈদিক সাহিত্য এবং পদার্থবিদ্যায় ডিগ্রিও আছে তাঁর। সাতটি ভাষা জানেন তিনি। এ ছাড়া শাস্ত্রীয় সঙ্গীত ও বাদ্যযন্ত্র সম্পর্কে তাঁর জ্ঞানও রয়েছে।