শ্রীনগর: আবার পাকিস্তানের চোখ রাঙানি। যুদ্ধবিরতি (Ceasefire) লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তানি সেনা (pakistan Army)। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(Border Security Force)-কে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জাররা। পাল্টা জবাব দেয় বিএসএফও। প্রায় ২০ মিনিট ধরে দুই দেশের মধ্যে গুলির লড়াই চলে।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ জম্মু তহশিলের মাকওয়াল পোস্টের কাছে ঘটনাটি ঘটে। নিয়ম মাফিক সীমান্তে রুটিন টহল দিচ্ছিল বিএসএফ জওয়ানরা। আচমকাই তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা।
হাত গুটিয়ে থাকেনি বিএসএফও। পাকিস্তানের গুলি চালানোর পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকেও। প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ভারতীয় পক্ষের কোনও জওয়ান সংঘর্ষে আহত হননি বলেই জানা গিয়েছে।
পাকিস্তানের গুলি চালানোর পরই সীমান্তে আরও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোকে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ৮-৯ নভেম্বরের রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরেও অতর্কিতে গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনা। গুলির আঘাতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। তার আগে অক্টোবর মাসেও আর্নিয়া সেক্টরে পাকিস্তানের চালানো গুলিতে দুই বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরও একাধিকবার চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান।