Viral Video: মাঝ আকাশেই হাতাহাতি যাত্রীদের, বচসা থামাতে নাজেহাল বিমান সেবিকা, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 29, 2022 | 8:40 AM

Viral Video: মাঝ আকাশে বিমানে হাতাহাতি দুই যাত্রীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

Viral Video: মাঝ আকাশেই হাতাহাতি যাত্রীদের, বচসা থামাতে নাজেহাল বিমান সেবিকা, দেখুন ভাইরাল ভিডিয়ো
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

কলকাতা: মাঝ আকাশেই বচসায় জড়ালেন যাত্রীরা। এদিকে উড়ান চলছে, আর ঝগড়াও চলছে যাত্রীদের মধ্যে। দুই যাত্রীর মধ্য়ে উত্তপ্ত পরিস্থিতি শীতল করতে এগিয়ে আসেন বিমান সেবিকাও। তবে তা বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। আর এমন ঘটনা দেখা গেল মঙ্গলবার ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে আসা এক বিমানে। সম্প্রতি মাঝ আকাশে দুই যাত্রীর বচসা ও হাতাহাতির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছে।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। সেই সময় এক বিমান সেবিকা গিয়ে তাঁদের মধ্য়েকার ঝামেলা মেটানোর চেষ্টা করেন। তবে তা বৃথা। উল্টে পরিস্থিতি বচসার থেকে হাতাহাতি অবধি গড়ায়। এই ভিডিয়োতে এক ব্য়ক্তিকে বলতে শোনা গিয়েছে, “হাত নীচে করো”। অর্থাৎ, হাত নীচে নামাও। এই ঘটনা বিমানের সব যাত্রীদের দৃষ্টিই আকর্ষণ করে। সকলে অবাক হয়ে দেখেন বিমানের মধ্যে হচ্ছেটা কী!

তারপর ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, এক ব্যক্তি নিজের চশমা খুলে ফেলছেন। তারপরই অন্য ব্যক্তির গায়ে হাত তোলেন। শুরু করেন মারধর। এই মারধরে তাঁর বন্ধুরাও যোগ দেয়। তবে অপর ব্য়ক্তিকে গায়ে হাত তুলতে দেখা যায়নি। তিনি কেবল উত্তেজিত যাত্রীর হাতে মার খাওয়া থেকে নিজেকে আড়াল করছিলেন। বাকি যাত্রীদের ওই ব্যক্তিদের শান্ত হওয়ার আবেদন করতেও শোনা গিয়েছে এই ভিডিয়োতে। তারপর শেষ পর্যন্ত দুই বিমানসেবিকা ওই দুই জনকে আলাদা করতে সক্ষম হন। আর এই ভিডিয়োই এখন সোশ্য়াল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে।

Next Article