Viral Video: গুজরাটের রাস্তায় ফুচকা বিক্রি করছেন কে? প্রধানমন্ত্রী মোদী না কি? দেখুন তো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 10, 2023 | 9:07 AM

PM Narendra Modi look alike Viral Video: বিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে একই রকমের দেখতে অন্তত আটজন করে থাকে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দেখতে, এমন ব্যক্তির সন্ধান ইন্টারনেটে বারবার পাওয়া যায়।

Viral Video: গুজরাটের রাস্তায় ফুচকা বিক্রি করছেন কে? প্রধানমন্ত্রী মোদী না কি? দেখুন তো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দেখতে, এমন ব্যক্তির সন্ধান ইন্টারনেটে বারবার পাওয়া যায়

Follow Us

আহমেদাবাদ: বিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে একই রকমের দেখতে অন্তত আটজন করে থাকে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দেখতে, এমন ব্যক্তির সন্ধান ইন্টারনেটে বারবার পাওয়া যায়। আর একবার এক সাদা চুল, সযত্নে ছাঁটা দাড়ি, কুর্তা-চুড়িদার এবং নেহরু জ্যাকেট পরা এক ব্যক্তির সন্ধান মিলল, যাকে এক ঝলক দেখলে মনে হয় অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আবাসও গুজরাটে। সম্প্রতি, ভদোদরার একজন ফুড ব্লগার এই ব্যক্তির একটি ভিডিয়ো পোস্ট করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির চেহারাগত মিলের কারণে ভিডিয়োটি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে শুধু চেহারা কেন, তাঁর পোশাকও নরেন্দ্র মোদীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এই ব্যক্তির নাম অনিল ভাই খট্টর, পেশায় একজন ফুচকা বিক্রেতা। তবে, স্থানীয় লোকজন তাঁকে ‘মোদী’ নামেই চেনেন। ভাইরাল ভিডিয়োটিতে তিনি বলেছেন, “ওহ (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) চায়ওয়ালে থে, ম্যাঁয় পানিপুরিওয়ালা হুঁ।” ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে লেখা আছে, “মোদিজির মতো দেখতে এক ব্যক্তি ফুচকা বিক্রি করছেন, সত্যিই কি তাই?” ক্যাপশনে আরও জানানো হয়েছে, অনিল ভাই খট্টরের ফুচকার দোকানটি আনন্দ জেলার বল্লভ বিদ্যানগর এলাকার ভূদেবী কমপ্লেক্সে অবস্থিত। অনিল ভাই খট্টর জানিয়েছেন, ১৫ বছর বয়স থেকে তিনি চাট বিক্রেতা হিসাবে কাজ করছেন। শুধু ফুচকা নয়, ভেল পুরি, দহি পুরি, পাপরি চাটের মতো বিভিন্ন চাট বিক্রি করেন তিনি।


ভিডিয়োটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকেই, অনিল ভাই খট্টরকে, প্রধানমন্ত্রী মোদী ভেবেছেন। একজন মন্তব্য করেছেন, “গলার স্বরেও ৭০ শতাংশ মিল রয়েছে। সম্ভবত ইনিই হবেন আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী।”

Next Article