VIDEO: এভাবে সিট দখল! মালপত্র নয়, যাত্রীদেরই চ্যাংদোলা করে জানালা দিয়ে ট্রেনে ভরছে কুলি!

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 18, 2024 | 1:58 PM

Coolie Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে কুলি শুধু মালপত্র নয়, যাত্রীদের ট্রেনে তুলছেন। তাও আবার ট্রেনের জানালা দিয়ে!

VIDEO: এভাবে সিট দখল! মালপত্র নয়, যাত্রীদেরই চ্যাংদোলা করে জানালা দিয়ে ট্রেনে ভরছে কুলি!
এভাবে কখনও ট্রেনে চড়তে দেখেছেন?
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: ‘সারি দুনিয়া কা বোঝ হাম উঠাতে হ্যায়…’। অমিতাভ বচ্চনের কুলি সিনেমার কথা মনে আছে? কিংবা গোবিন্দার ‘কুলি নম্বর ১’। দুই সিনেমাতেই ভারতীয় রেলওয়ের অন্যতম ভরসা কুলিদের পেশাকেই তুলে ধরা হয়েছিল। যাত্রীদের ভারী ভারী মালপত্র বহন করেই তাদের দু’বেলা দুটো খাবার জোটে। তবে কখনও মালপত্রের বদলে যাত্রীকে বহন করতে দেখেছেন কুলিকে?

এগুলি হয়তো ভারতীয় রেলওয়েতেই সম্ভব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে কুলি শুধু মালপত্র নয়, যাত্রীদের ট্রেনে তুলছেন। তাও আবার ট্রেনের জানালা দিয়ে! ভিড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এভাবে চ্যাংদোলা করে যাত্রীদের ট্রেনে তুলতে দেখে তো স্তম্ভিত সকলে।

ট্রেনের দরজার সামনে অপেক্ষা করার দরকার নেই, ইমার্জেন্সি জানালা দিয়েই যাত্রীদের কামরার ভিতরে পাঠিয়ে দিচ্ছিলেন ওই কুলি। যাত্রীদের ট্রেনে ঢুকিয়ে দেওয়ার পর তাদের বড় স্যুটকেসও ঢুকিয়ে দেন ওই কুলি।

কুলির এই কীর্তি দেখে তো সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। ২৫ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কেউ মজা করে লিখেছেন কুলি নম্বর ১, কেউ আবার লিখেছেন, এভাবেই আসন পাকা করতে হয়। অনেকেই আবার কুলির অসীম শক্তির প্রশংসা করেছেন।

Next Article
ঠায় ৩ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে ‘ইন্ট্রো’ নিচ্ছিল সিনিয়র দাদারা, হস্টেলের ছাদেই যা হয়ে গেল মেডিক্যাল পড়ুয়ার সঙ্গে…
Kailash Gahlot joins BJP: ‘চাপে নয়’, বিজেপিতে আসার কারণ জানালেন কৈলাস গেহলত