নয়া দিল্লি: ‘সারি দুনিয়া কা বোঝ হাম উঠাতে হ্যায়…’। অমিতাভ বচ্চনের কুলি সিনেমার কথা মনে আছে? কিংবা গোবিন্দার ‘কুলি নম্বর ১’। দুই সিনেমাতেই ভারতীয় রেলওয়ের অন্যতম ভরসা কুলিদের পেশাকেই তুলে ধরা হয়েছিল। যাত্রীদের ভারী ভারী মালপত্র বহন করেই তাদের দু’বেলা দুটো খাবার জোটে। তবে কখনও মালপত্রের বদলে যাত্রীকে বহন করতে দেখেছেন কুলিকে?
এগুলি হয়তো ভারতীয় রেলওয়েতেই সম্ভব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে কুলি শুধু মালপত্র নয়, যাত্রীদের ট্রেনে তুলছেন। তাও আবার ট্রেনের জানালা দিয়ে! ভিড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এভাবে চ্যাংদোলা করে যাত্রীদের ট্রেনে তুলতে দেখে তো স্তম্ভিত সকলে।
Coolie No. 1️⃣ 😲👏🫡 pic.twitter.com/iPKytdonAE
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) November 16, 2024
ট্রেনের দরজার সামনে অপেক্ষা করার দরকার নেই, ইমার্জেন্সি জানালা দিয়েই যাত্রীদের কামরার ভিতরে পাঠিয়ে দিচ্ছিলেন ওই কুলি। যাত্রীদের ট্রেনে ঢুকিয়ে দেওয়ার পর তাদের বড় স্যুটকেসও ঢুকিয়ে দেন ওই কুলি।
Fastest way for reserve seat
— Mr.chup bilkul chup😇 (@OsuPandit41914) November 16, 2024
কুলির এই কীর্তি দেখে তো সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। ২৫ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কেউ মজা করে লিখেছেন কুলি নম্বর ১, কেউ আবার লিখেছেন, এভাবেই আসন পাকা করতে হয়। অনেকেই আবার কুলির অসীম শক্তির প্রশংসা করেছেন।