UP Video: ‘বাস কিজিয়ে স্যার’…ছাত্রীর সঙ্গে যা করলেন শিক্ষক, ভিডিয়ো দেখলে লজ্জায় পড়বেন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 28, 2023 | 11:45 PM

UP Teacher forcefully molests girl student in Mirzapur: উত্তর প্রদেশে ফের নক্কারজনক ঘটনার শিকার এক ছাত্রী। কাটরার আইটিআই কলেজের মধ্যেই যা করলেন শিক্ষক, ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ।

UP Video: বাস কিজিয়ে স্যার...ছাত্রীর সঙ্গে যা করলেন শিক্ষক, ভিডিয়ো দেখলে লজ্জায় পড়বেন
নক্কারজনক ভিডিয়োটি ভাইরাল হতেই ব্যবস্থআ নিল পুলিশ

Follow Us

মির্জাপুর: সরকারি শিল্প প্রতিষ্ঠান আইটিআই কলেজে শিক্ষকের হাতে ছাত্রীর শ্লীলতাহানি! শুক্রবার (২৮ এপ্রিল), এক নক্কারজনক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সম্ভ্রম রক্ষা করতে মাথা নীচু করে উবু হয়ে বসে আছেন ওই নিগৃহিতা ছাত্রী। আর তাঁকে পিছন থেকে অশ্লীলভাবে চেপে ধরে আছেন অভিযুক্ত শিক্ষক। সম্ভবত, আরেক ছাত্রী ঘটনাটির ভিডিয়ো করেছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে ‘বাস কিজিয়ে স্যার’ (ছেড়ে দিন স্যার)। এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মির্জাপুরে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অবশ্য দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন ড. অরুণেশ কুমার যাদব নামে এক পদার্থবিজ্ঞানের অধ্যাপক, সমাজ কর্মী তথা কৃষক নেতা। ভিডিয়োটির ক্যাপশনে তিনি মির্জাপুর পুলিশকে ট্যাগ করে হিন্দিতে লিখেছেন, “আমাদের রাজ্যের দুর্ভাগ্য যে অপরাধীদের ফ্রি পাস দেওয়া হয়েছে। মির্জাপুরের সরকারি প্রতিষ্ঠান আইটিআই কলেজের ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে। এক শিক্ষককে বলপূর্বক এক ছাত্রীর শ্লীলতাহানি করতে দেখা যাচ্ছে। উত্তর প্রদেশ পুলিশ, দয়া করে ঘটনাটি দেখুন!”


ড. অরুণেশ কুমার যাদব ভিডিয়োটি পোস্ট করার পরই এই ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মির্জাপুর পুলিশ। দ্রুতই তারা জানিয়েছিল যে এই ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাটরার ইন্সপেক্টর ইনচার্জকে। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। মির্জাপুর পুলিশের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করে জানানো হয়, অভিযুক্তর নাম বিজয় সিং। মির্জাপুরের এসপি সন্তোষ মিশ্র জানান, সে কাটরার আইটিআই কলেজের শিক্ষক। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল দোলের সময়। রঙ মাখানোর অছিলাতেই বিজয় সিং ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছিল। সেই ঘটনার ভিডিয়োই এখন ভাইরাল হয়েছে।

Next Article