মির্জাপুর: সরকারি শিল্প প্রতিষ্ঠান আইটিআই কলেজে শিক্ষকের হাতে ছাত্রীর শ্লীলতাহানি! শুক্রবার (২৮ এপ্রিল), এক নক্কারজনক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সম্ভ্রম রক্ষা করতে মাথা নীচু করে উবু হয়ে বসে আছেন ওই নিগৃহিতা ছাত্রী। আর তাঁকে পিছন থেকে অশ্লীলভাবে চেপে ধরে আছেন অভিযুক্ত শিক্ষক। সম্ভবত, আরেক ছাত্রী ঘটনাটির ভিডিয়ো করেছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে ‘বাস কিজিয়ে স্যার’ (ছেড়ে দিন স্যার)। এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মির্জাপুরে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অবশ্য দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন ড. অরুণেশ কুমার যাদব নামে এক পদার্থবিজ্ঞানের অধ্যাপক, সমাজ কর্মী তথা কৃষক নেতা। ভিডিয়োটির ক্যাপশনে তিনি মির্জাপুর পুলিশকে ট্যাগ করে হিন্দিতে লিখেছেন, “আমাদের রাজ্যের দুর্ভাগ্য যে অপরাধীদের ফ্রি পাস দেওয়া হয়েছে। মির্জাপুরের সরকারি প্রতিষ্ঠান আইটিআই কলেজের ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে। এক শিক্ষককে বলপূর্বক এক ছাত্রীর শ্লীলতাহানি করতে দেখা যাচ্ছে। উত্তর প্রদেশ পুলিশ, দয়া করে ঘটনাটি দেখুন!”
हमारे प्रदेश का दुर्भाग्य है बलात्कारियों को खुली छूट मिली हुई है!#मिर्जापुर :- राजकीय औद्योगिक संस्थान ITI कॉलेज का वीडियो काफी वायरल है !
एक टीचर किस प्रकार से छात्रा के साथ जबरदस्ती छेड़छाड़ करता दिख रहा है।@Uppolice कृपया संज्ञान ले!! pic.twitter.com/HzqwLjV3Jb— Dr. Arunesh Kumar Yadav (डॉ अरुणेश यादव) (@YadavArunesh) April 27, 2023
ড. অরুণেশ কুমার যাদব ভিডিয়োটি পোস্ট করার পরই এই ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মির্জাপুর পুলিশ। দ্রুতই তারা জানিয়েছিল যে এই ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাটরার ইন্সপেক্টর ইনচার্জকে। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। মির্জাপুর পুলিশের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করে জানানো হয়, অভিযুক্তর নাম বিজয় সিং। মির্জাপুরের এসপি সন্তোষ মিশ্র জানান, সে কাটরার আইটিআই কলেজের শিক্ষক। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল দোলের সময়। রঙ মাখানোর অছিলাতেই বিজয় সিং ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছিল। সেই ঘটনার ভিডিয়োই এখন ভাইরাল হয়েছে।