Param Bir Singh: এবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি পরমবীর সিং-এর বিরুদ্ধে
Extortion Case: গত ২৮ জুলাই পরমবীর সিং ও আরও ছয় পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়। আগেই লুকআউট নোটিসও জারি করা হয় প্রাক্তন পুলিশ কর্তার নামে।
মুম্বই : মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানের একটি আদালতে ছিল সেই মামলার শুনানি। তোলাবাজি-কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর।
মহারাষ্ট্রে মোট পাঁচটি এফআইআর রয়েছে পরমবীর সিং-এর বিরুদ্ধে। মূল অভিযোগ তোলাবাজির। দুজন পুলিশ ইন্সপেক্টর তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন। ১৯৮৮ ব্যাচের এই আইপিএস মুম্বইয়ের পুলিশ কমিশনার পদে ছিলেন।
তোলাবাজি কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে একাধিকবার ডাকা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই লুকআউট নোটিসও জারি করা হয়েছে প্রাক্তন পুলিশ কর্তার নামে। চলতি ৯ সেপ্টেম্বর পুলিশ পরমবীর সিংয়ের মালাবার হিলসের বাড়িতে যায়, কিন্তু সেই সময় পরমবীর সিং উপস্থিত না থাকায় হাজিরার নোটিস দিয়েই ফিরতে হয় পুলিশকে।
সূত্রের খবর, ভুয়ো পাসপোর্ট বানিয়ে নাকি পরমবীর সিং রাশিয়ায় পালিয়ে গিয়েছেন। সম্প্রতি মহারাষ্ট্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ভালসে পাটিলও জানান, পরমবীর সিং নাকি নিখোঁজ। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি আমরাও ওনার খোঁজ করছি। আমার কানেও এসেছে যে উনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে সরকারি আধিকারিক হিসাবে তিনি সরকারি অনুমতি ছাড়া বিদেশ যেতে পারেন না। আপাতত আমরা লুকআউট নোটিস জারি করেছি। যদি উনি পালিয়ে যান, তবে তদন্তের স্বার্থে তা ভাল হবে না।”
ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি। শিল্পপতি মুকেশ অম্বানীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে ২৫টি জিলোট্ন স্টিক উদ্ধার করা হয়। তদন্ত শুরুর কিছুদিনের মধ্যেই সচিন ভাজ়ে নামক এক পুলিশকর্মীর নাম জড়াতেই আচমকা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ পুলিশ কমিশনার পদ থেকে পরমবীর সিংকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে পত্রবোমা পাঠান পরমবীর সিং।
৬ পাতার সেই চিঠিতে তিনি অভিযোগ করেন, প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অম্বানী কাণ্ডে জড়িত পুলিশ অফিসার সচিন ভাজ়ে এই তোলাবাজির কাজটি সামলাতেন। এরজন্য মুম্বইয়ের বহু রেস্তরাঁ, বার-পাবও চিহ্নিত করা হয়েছিল।
সরকার বনাম প্রাক্তন পুলিশকর্তার বিবাদ গড়ায় হাইকোর্ট-সুপ্রিম কোর্ট অবধি। অবশেষে অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজি কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই ও ইডি। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অনিল দেশমুখ। এ দিকে, গত ২৩ জুলাই থানের একটি পুলিশ স্টেশনে পরমবীর সিংয়ের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ দায়ের করেন তিন ব্যবসায়ী।
আরও পড়ুন : Maharashtra: মদ খাওয়ার জন্য ১০ টাকা না দেওয়ায় বন্ধুদের হাতে খুন এক ব্যক্তি