Maharashtra: মদ খাওয়ার জন্য ১০ টাকা না দেওয়ায় বন্ধুদের হাতে খুন এক ব্যক্তি

Liquor, fighting, জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি মদের দোকানে গিয়ে মদ কেনার জন্য সীতারামের কাছে ১০ টাকা দাবি করেন। সীতারাম টাকা দিতে অস্বীকার করায় তাঁরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। দোকান থেকে সীতারাম যখন বাইরে বেড়িয়ে আসছিলেন তখন পিছন থেকে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

Maharashtra: মদ খাওয়ার জন্য ১০ টাকা না দেওয়ায় বন্ধুদের হাতে খুন এক ব্যক্তি
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 8:44 PM

মুম্বাই: কথায় আছে নেশা সর্বনাশা! এই প্রবাদ বাক্যটি হারে হারে সত্যি বলে প্রমাণিত হল মহারাষ্ট্রে (Maharashtra)। মদ খাওয়ার জন্য মাত্র ১০ টাকা না দেওয়ার অপরাধে এক ৫০ বছরের ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠল তাঁরই দুই বন্ধুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের বুলধনা (Buldhana district) জেলায় ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ভগবত সীতারাম ফাসে (Bhagwat Sitaram Phase)। এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিরা হলেন ৪০ বছর বয়সী বিনোদ লক্ষণ ওয়াংখেড়ে (Vinod Laxman Wankhede) এবং ৩৫ বছর বয়সী দিলিপ বোদ্দে (Dilip Tryambak Bodde)। জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি মদের দোকানে গিয়ে মদ কেনার জন্য সীতারামের কাছে ১০ টাকা দাবি করেন। সীতারাম টাকা দিতে অস্বীকার করায় তাঁরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। দোকান থেকে সীতারাম যখন বাইরে বেড়িয়ে আসছিলেন তখন পিছন থেকে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে সীতারাম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সীতারামের রক্তাক্ত দেহ উদ্ধার করে। সূত্রের খবর, মাথায় গুরুতর আঘাত লাগার ফলে সঙ্গে সঙ্গে সীতারামের মৃত্যু হয়েছে। এই খুনের ঘটনার তদন্তকারী অফিসার, প্রহ্লাদ কাটকর ( Pralhad Katkar) বলেছেন, “আমাদেরকে ফোনে জানান হয় মদের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তিনি মারা যান। আমরা এক ঘণ্টার মধ্যে আততায়ীদের গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।”

আরও পড়ুন Agni 5 Missile: সফলভাবে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের, এক নজরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বিশেষ দিক

আরও পড়ুন যৌন সঙ্গমের পর গর্ভবতী! ইউটিউব দেখে সন্তানের জন্ম দিলেন কেরলের নাবালিকা

আরও পড়ুন Sameer Wankhede: ওয়াংখেড়েকে গ্রেফতার করা হলে তিন দিন আগে নোটিস দেওয়া হবে, আদালতে জানাল মুম্বই পুলিশ