Sameer Wankhede: ওয়াংখেড়েকে গ্রেফতার করা হলে তিন দিন আগে নোটিস দেওয়া হবে, আদালতে জানাল মুম্বই পুলিশ
Bombay High Court: তাঁর বিরুদ্ধে হওয়া দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন এনসিবি করাত সমীর ওয়াংখেড়ে।
নয়া দিল্লি: এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ে আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করেছিলেন যাতে তাঁর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত করে সিবিআই (CBI) বা কোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু আদালত ওয়াংখেড়ের সেই আর্জি খারিজ করে দিয়েছে। তবে মুম্বই পুলিশ এ দিন আদালতে জানিয়েছে যে সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করা হলে, তার দিন আগে নোটিস দেওয়া হবে। বিচারপতি নীতিন জমদার ও বিচারপতি এসভি কোতয়ালের বেঞ্চে চলছে এই মামলার শুনানি।
মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কা থেকেই এ দিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, তার তদন্তে চার সদস্যের একটি টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ। তাই তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হয়ে শুনানির আবেদন জানান সমীর ওয়াংখেড়ে।
এ দিন আদালতে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে আইনজীবী জানান, যদি সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করা হয়, তাহলে ৭২ ঘন্টা আগে নোটিস দেওয়া হবে। সরকারি আইনজীবী আরও জানান, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে। এখনও পর্যন্ত ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও আফআইআরও দায়ের করা হয়নি, তাই তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তিনি আবেদনে এও উল্লেখ করেন যে, কোনও বিশেষ ক্ষোভ থাকায় একাধিক মামলায় তাঁকে ফাঁসাচ্ছে মহারাষ্ট্র সরকার। শুধু মহারাষ্ট্র সরকারের একজন মন্ত্রীক ক্ষেত্রেই সেটা সীমাবদ্ধ নয় বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, রাজ্য সরকারের একমাত্র উদ্দেশ্যই হল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো।
মুম্বইতে প্রমোদতরী থেকে মাদক সহ ধরা পড়েন শাহরুখ-পুত্র আরিয়ান খান। সেই মামলার তদন্তে রয়েছেন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই এই মামলার সূত্রপাত। একদিকে যেমন আরিয়ান খানকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের নেপথ্যে রয়েছেন সমীর, অন্যদিকে তাঁর বিরুদ্ধেও শাহরুখ খানের পরিবারের কাছ থেকে ঘুষ চাওয়ার পরিকল্পনার অভিযোগও উঠেছে। চলছে জোর বিতর্ক। তবে সমীরকে কেন্দ্র করে খান পরিবারের ‘বিড়ম্বনা’ নতুন নয়। এর আগেও ২০১১ সালে শাহরুখ খানের কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা করেছিলেন সমীর ওয়াংখেড়ে।
প্রভাকর সেইল নামক এক দেহরক্ষীর বয়ানের ভিত্তিতে এনসিবির আধিকারিক সমীর ওয়ংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। অন্যদিকে, ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে এনসিবির তরফেও সমীর ওয়াংখেড়ের উপর নজরদারি শুরু করা হয়েছে। এনসিবির পাঁচ সদস্যের একটি দল গতকালই মুম্বই আসে ওয়াংখে়ড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্তে। গতকাল সমীরকে জিজ্ঞাসাবাদও করেন দিল্লি থেকে আসা এনসিবি আধিকারিকরা। এনসিবির তরফে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়া অবধি সমীরই প্রমোদতরীতে মাদক উদ্ধারের ঘটনায় তদন্ত করবেন।
প্রসঙ্গত, প্রভাকর কয়েকদিন আগেই দাবি করেন, গোপনে তিনি প্রভাকরের ফোনে কথাবার্তা শুনেছেন। কিরণ গোসাভির পরিকল্পনা ছিল শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানি-র সঙ্গে যোগাযোগ করা এবং তাঁর কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করা। শেষ অবধি ১৮ কোটিতে রফা করার পরিকল্পনা ছিল তাদের। এরমধ্যে ৮ কোটি টাকাই দেওয়া হত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে, যিনি গোটা তদন্তটি পরিচালন করছেন। ওই টাকা দিলেই আরিয়ান খানকে মাদক মামলা থেকে রেহাই দেওয়া হত। এ দিকে আজই জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ২০ দিন জেলে থাকার পর জামিন পেলেন তিনি।
আরও পড়ুন : Mumbai Cruise Drug Case: প্রমোদতরীতে মাদকের আসর বসার খবর ছিল আগেই! বিজেপি কর্মীকে সমন পাঠাল মুম্বই পুলিশ