নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখি বাঁধলেন মেক্সিকোর সেনেটের প্রেসিডেন্ট আনা লিলিয়া রিভেরা। বিদেশি রাষ্ট্রের জনপ্রতিনিধির থেকে রাখি পরার পর তাঁর মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন মোদী। শনিবার এই ঘটনার সাক্ষী ছিল নয়াদিল্লি। জি২০ সামিটের পার্লামেন্টারি স্পিকারদের বৈঠক বা পি২০ সম্মেলনের উদ্বোধন শনিবার করেছেন মোদী। সেখানেই মোদীর হাতে রাখি পরিয়েছেন রিভেরা। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এই ঘটনা তুলে ধরেছে বলে মত বিশেষজ্ঞদের।
মোদীর হাতে মেক্সিকোর জনপ্রতিনিধির রাখি পরানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ‘বোন’ রিভেরার কাছ থেকে রাখি পরার পর তাঁকে আশীর্বাদও করেছেন ‘দাদা’ মোদী। এর পর একে অপরের প্রতি নমস্কারও জানিয়েছেন তাঁরা। ভারতে এসে বিদেশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারীর ভারতীয় সংস্কৃতি উদযাপনে উচ্ছ্বসিত ভারতীয়রা।
Ana Lilia Rivera, President of the Mexican Senate a tied Rakhi on Prime Minister Narendra Modi’s hand at the #P20Summit.@P20India | @g20org pic.twitter.com/TA0kznv7BA
— All India Radio News (@airnewsalerts) October 13, 2023
শনিবার নয়াদিল্লিতে নবম জি২০ পার্লামেন্টারি স্পিকার সামিট বা পি২০ সম্মেলনের উদ্বোধন করেছেন মোদী। এই সম্মেলনেরও থিম ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’। সেই সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছেন ইন্দোনেশিয়া, মেক্সিকো, সৌদি আরব, ওমান, স্পেন, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইটালি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, মিশর, জাপান এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা।