Watch Video: ফের ‘অশান্তি’ বিমানে, অভব্য আচরণের জন্য নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 24, 2023 | 7:18 AM

Watch Video: বিমান সেবিকাদের সঙ্গে অভব্য আচরণের জন্য নামিয়ে দেওয়া হল স্পাইসজেটের দুই যাত্রীকে। তাঁদের দিল্লি বিমান বন্দরের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Watch Video: ফের অশান্তি বিমানে, অভব্য আচরণের জন্য নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

নয়া দিল্লি: বিমানে বিভিন্ন ধরনের ঘটনার যেন শেষ নেই। সহযাত্রীর গায়ে প্রস্রাব করা থেকে শুরু করে বিমানের টয়লেটে বসে ধূমপান এরকম বিভিন্ন ঘটনা সাম্প্রতিককালে ঘটছে। এবার আরও একটি এ হেন ঘটনার খবর মিলল। সোমবার স্পাইস জেট এয়ারলাইন্সের তরফে জানা হয়েছে, হায়দরাবাদগামী নয়া দিল্লির একটি উড়ান থেকে দুই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভব্য ও অনুপযুক্ত আচরণের অভিযোগ উঠেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তিকে দিল্লির বিমানবন্দরেই নিরাপত্তা দলের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিমানের ভিতরে ওই ব্যক্তির অভব্যতার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্পাইসজেটের এসজি-৮১৩৩ উড়ান দিল্লি থেকে হায়দরাবাদ যাচ্ছিল। সেই উড়ানেই এহেন ঘটনা ঘটল। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বিমান সেবিকার সঙ্গে উঁচু গলায় কথা বলছেন। সেখানে আরও দুই যাত্রী জড়ো হয়েছেন। এবং তাঁদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে।


এই বিমান পরিষেবা সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “দিল্লিতে বোর্ডিংয়ের সময় একজন যাত্রী কেবিন ক্রুদের সঙ্গে অভব্য ও অনুপযুক্ত আচরণ করেছিলেন। ক্রুরা পিআইসি (পাইলট ইন কমান্ড) এবং নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানায়। উল্লিখিত যাত্রী এবং একজন সহযাত্রী যাঁরা একসঙ্গে ভ্রমণ করছিলেন, তাঁদের নামিয়ে নিরাপত্তা দলের কাছে হস্তান্তর করা হয়েছে।” ডিজিসিএ-র এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে তদন্ত করছেন এবং যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

Next Article