Video: শিকার করতে আসা বাঘকে বোকা বানিয়ে দিল হাঁস, দেখুন ভিডিয়ো
Video: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নদীর তীরে অনেক বাঘ বসে রয়েছে। সম্ভবত শিকারের অপেক্ষায়। সেই সময় একটি হাঁস নদীতে সাঁতার কাটছিল। আর হাঁসকে দেখেই বাঘটি শিকারের উদ্দেশ্যে নদীতে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে হাঁসের পিছনে সাঁতার কাটতে কাটতে যায়।
বাঘ বনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী এ কথা বলার অপেক্ষা রাখে না। সে যদি একবার আক্রমণ করার সিদ্ধান্ত নেয়,কারোর পক্ষে পালানো অসম্ভব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট হাঁস নিজের বুদ্ধির মাধ্যমে বোকা বানিয়ে দিল বাঘকেও। আর ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া, উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনও পরিস্থিতি থেকেই বেঁচে ফিরে আসা যায়।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নদীর তীরে অনেক বাঘ বসে রয়েছে। সম্ভবত শিকারের অপেক্ষায়। সেই সময় একটি হাঁস নদীতে সাঁতার কাটছিল। আর হাঁসকে দেখেই বাঘটি শিকারের উদ্দেশ্যে নদীতে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে হাঁসের পিছনে সাঁতার কাটতে কাটতে যায়। আচমকাই হাঁসটি জলের নিচে ডুব দেয়। তারপর অদৃশ্য হয়ে যায়। বেচারা বাঘ তখন অবাক হয়ে তাকিয়ে থাকে।
Smart duck.. 😂 pic.twitter.com/XVCNdpKKDA
— Buitengebieden (@buitengebieden) January 20, 2024
বাঘ বুঝতে পারে না যে কিছুক্ষণ আগেও সে নিজের শিকার দেখতে পেয়েছিল। তা কোথায় গেল? সে খুঁজতে থাকে। এবার হয়ত আপনি ভাবছেন, হাঁস জলের এত গভীরে যাওয়ার পরও ডুবে যায় না কেন? প্রকৃতপক্ষে, হাঁস সময়ে সময়ে একটি প্রক্রিয়া করে,যাকে প্রিনিং বলা হয়। এর মাধ্যমে তাদের পালক শুকিয়ে যায় এবং পালকে জল থাকে না। এই প্রক্রিয়ায় তাদের শরীর থেকে এক ধরনের তেল বের হয়,যা পালককে মসৃণ করে। এবং ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করে।