Non-ISI Helmet: বিশেষ এই হেলমেট না পরলেই দিতে হবে জরিমানা, নয়া নিয়মে মাথায় হাত বাইক চালকদের

Traffic Rules: যেসব বাইক আরোহীরা নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জরিমানও করা হবে। পুলিশ সুপার জানিয়েছেন, আইএসআই ছাপ ছাড়া হেলমেট আরোহীর মাথাকে যথাযথ নিরাপত্তা দিতে পারে না

Non-ISI Helmet: বিশেষ এই হেলমেট না পরলেই দিতে হবে জরিমানা, নয়া নিয়মে মাথায় হাত বাইক চালকদের
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 10:04 PM

পানাজি: বাইক চালানোর (Bike Riding) সময় হেলেমেটের প্রয়োজনীয়তার কথা জানেন না, এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অনেকেই বাইক চালানোর সময় হেলমেট পরাকে শুধুমাত্র ট্রাফিকের নিয়ম (Traffic Rules) বলেই মনে করেন। কিন্তু এটা বোঝেন না যে বাইক চালানোর সময়ে যদি দুর্ঘটনা ঘটে, হেলমেট পরা থাকলে মাথাতে আঘাত লাগার সম্ভাবনা কমবে। অনেকে জেনে বুঝেও নিয়ম পালন করেন না, কিংবা করতে চান না। পথে ট্রাফিক পুলিশকে ফাইন দিয়েও অনেকের শিক্ষা হয় না। বাইক নিয়ে হেলেমেট না পরে বেরিয়ে পড়েন, যা অনেক সময় শেষ হয় মারাত্মক দুর্ঘটনায়। সবরাজ্যের পুলিশই হেলেমেট বিহীন বাইক আরোহী দেখলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। তবে পশ্চিমের এই সৈকত রাজ্য হেলমেট নিয়ে আরও কড়া অবস্থানের কথা ঘোষণা করেছে।

গোয়া (Goa) জনপ্রিয় ভ্রমণকেন্দ্র হিসেবে বিশ্ব বিখ্যাত। গোয়া পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আইএসআই চিহ্ন ছাড়া অন্য য কোনও ধরনের হেলমেট পরে বাইক চালালে ধরে নেওয়া হবে আরোহীর মাথায় হেলমেট নেই। চলতি সপ্তাহেই গোয়া ট্রাফিক পুলিশের সুপার শেখর প্রভুদেশাইয়ের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, নন-আইএসআই হেলমেট রাজ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে এবং যেসব বাইক আরোহীরা নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জরিমানও করা হবে। পুলিশ সুপার জানিয়েছেন, আইএসআই ছাপ ছাড়া হেলমেট আরোহীর মাথাকে যথাযথ নিরাপত্তা দিতে পারে না। দুর্ঘটনা ঘটলে মারাত্মক আঘাত এমনকী প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। সেই কারণেই এই নিয়ম চালু করা হয়েছে। পুলিশের চালু করা এই নিয়ম নিঃসন্দেহে প্রশংসাযোগ্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন Prashant Kishore in Congress: কংগ্রেসের সঙ্গে ‘ডিল’ চূড়ান্ত, এই পদ পেলেই ‘হাত’ ধরতে আগ্রহী পিকে, খবর সূত্রের

আরও পড়ুন Bihar Wonder Man: টাটা ন্যানো যখন হেলিকপ্টার! স্বপ্নের উড়ানে মধ্য গগনে ভেসে থাকতে ৩.৫ লাখ টাকা খরচ করলেন ব্যক্তি