নয়া দিল্লি: নির্ধারিত সময়ের আগেই এবার দেশে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু বৃষ্টি কই? চাতক পাখির মতো মুখিয়ে বসে সবাই, কিন্তু ‘বেপাত্তা’ বৃষ্টি। তাহলে কি দিগভ্রষ্ট হল বর্ষা? মৌসম ভবন জানিয়েছে, আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না।
মৌসম ভবনের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, আজ, ৩ জুন দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ জারি থাকবে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে তাপপ্রবাহ বইবে। আগামী ৪ জুন পর্যন্ত ওড়িশা, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং জম্মু-কাশ্মীরের কিছু অংশে তাপপ্রবাহ বইতে পারে। উত্তর প্রদেশে ৫ জুন পর্যন্ত এবং রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে তাপপ্রবাহ জারি রয়েছে।
প্রাক-বর্ষার বৃষ্টিতে কেরল আগেই ভেসেছিল। বর্ষার প্রবেশের পর সেখানে বৃষ্টিপাত জারি রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর ও কর্নাটকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃ্ষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, করাইকানাল, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা ও তেলঙ্গানায়। আগামী সাতদিন এই বৃষ্টিপাত জারি থাকবে।
৬ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অসম, পশ্চিমবঙ্গ, সিকিম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।