Weather Update: আজ থেকে বৃষ্টির পূর্বাভাস এই রাজ্যগুলিতে, সেই তালিকায় বাংলা কি থাকল?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 16, 2023 | 4:49 PM

Weather Update: উত্তর-পশ্চিমের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের। আগামা ২ থেকে ৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Update: আজ থেকে বৃষ্টির পূর্বাভাস এই রাজ্যগুলিতে, সেই তালিকায় বাংলা কি থাকল?
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: গ্রীষ্মের দাবদাহে পুড়ছে দেশের একাধিক রাজ্য। এইবারের গ্রীষ্মের প্রথমদিকে আবহাওয়া শুষ্ক হলেও গতকাল থেকে বাতাসে বেড়েছে আর্দ্রতা। ফলে প্যাচপ্য়াচে গরমেই নববর্ষ কাটিয়ে দিলেন বঙ্গবাসীরা। আগামী চার থেকে পাঁচদিনও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন। তবে শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গই নয়, একইরকম আবহাওয়া থাকবে পূর্ব ভারতের একাধিক রাজ্যে। বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন। মধ্য ও পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে গতকাল তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল বলে জানিয়েছে মৌসম ভবন।

কেন্দ্রীয় মৌসম ভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ভারতের একাংশ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্র উপকূলে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা।” কেন্দ্রীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিন অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগঢ়, তামিল নাড়ু ও কেরলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন প্রান্ত। সম্প্রতি তেলঙ্গানায় হিটস্ট্রোকে মারা গিয়েছেন ৪ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই মাঠে-ঘাটে কাজ করছিলেন। কেউ আবার বাইরে বিক্রি করছেন ফল। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় মানুষ। বৃষ্টির ক্ষেত্রেও হতাশ করেনি মৌসম ভবন। IMD জানিয়েছে, আগামী চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম হিমালয় অঞ্চল, অর্থাৎ উত্তর-পশ্চিম ভারতের বিক্ষিপ্ত জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭ থেকে ১৯ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ ও পশ্চিম রাজস্থানে। এছাড়াও রবিবার থেকে বুধবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে। একইরকম আবহাওয়া মহারাষ্ট্রের বিদর্ভ, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ে থাকার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Next Article