নয়া দিল্লি: গোটা বছরই বৃষ্টিতে ভেসেছে দেশের বিভিন্ন। বছরের শেষ সপ্তাহেও রেহাই মিলছে না সেই বৃষ্টি (Rainfall) থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ হরিয়ানা (Haryana) ও পঞ্জাবে (Punjab) হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিম হিমালয় অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) ও হিমাচল প্রদেশ(Himachal Pradesh)-এও ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর অবধি বৃষ্টি, সঙ্গে তুষারপাত(Snowfall)-র সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই কারণেই দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম ভাগে একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি থেকে শুরু করে রাজস্থান, উত্তর প্রদেশে বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিনে। ২৮ ডিসেম্বর পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পশ্চিম হিমালয় অঞ্চল অর্থাৎ জম্মু ও হিমাচল প্রদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী ২৯ ডিসেম্বর অবধি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কাশ্মীরে ইতিমধ্যেই তাপমাত্রার লক্ষণীয় পতন হয়েছে এই সপ্তাহে। শুক্রবার রাত থেকেই শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১.৭ ডিগ্রিতে নেমে দাঁড়িয়েছে। একদিন আগেই এই তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি। দক্ষিণ কাশ্মীরে বর্তমানে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার থেকে উপত্যকার একাধিক জায়গায় তুষারপাত হলেও আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার থেকে শুরু করে আগামী দুই দিন তুষারপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। উচ্চ পাবর্ত্য এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রাজস্থান: আগামী ২৭ থেকে ২৮ ডিসেম্বর রাজস্থানের বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তর প্রদেশ: ২৭ থেকে ২৯ ডিসেম্বর অবধি মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশ জুড়ে। এর জেরে তাপমাত্রাও পতন হতে পারে। এই সময়েই রাজ্যের উপর দিয়ে শৈত্যপ্রবাহও বইতে পারে।
মধ্য প্রদেশ: আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মধ্য প্রদেশেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদর্ভ ও পশ্চিম মধ্য প্রদেশে।
ওড়িশা: পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওড়িশাতেও আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর অবধি হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চলেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।