AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Omicron Cases in India: চুপিসারেই দেশজুড়ে থাবা বসাচ্ছে ওমিক্রন, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২-এ

Omicron Cases in India: রাজ্যের নিরিখে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে মহারাষ্ট্র থেকেই। এখনও অবধি সেই রাজ্য়ে ১০৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এরপরই রয়েছে দিল্লি।

Omicron Cases in India: চুপিসারেই দেশজুড়ে থাবা বসাচ্ছে ওমিক্রন, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২-এ
চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। ফাইল ছবি
| Edited By: | Updated on: Dec 26, 2021 | 11:16 AM
Share

নয়া দিল্লি: বছর শেষের আনন্দেই মেতে দেশবাসী, এদিকে চুপিসাড়ে দেশজুড়েই থাবা চওড়া করছে ওমিক্রন(Omicron)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক(Union Health Ministry)-র তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২-এ। এদের মধ্যে ১৩০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

রাজ্যের নিরিখে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে মহারাষ্ট্র (Maharashtra)থেকেই। এখনও অবধি সেই রাজ্য়ে ১০৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এরপরই রয়েছে দিল্লি(Delhi)। গতকাল নতুন করে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের খোঁজ না মেলায় আক্রান্তের সংখ্যা ৭৯-তেই দাঁড়িয়ে রয়েছে। গুজরাট (৪৩) ও তেলঙ্গনা(৪১)-তেও বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta Variant) থেকেও তিন গুণ দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। সংক্রমণের গতি নিয়ে উদ্বেগ থাকলেও স্বস্তি মিলছে সুস্থতার হারে। দেশে এখনও অবধি মোট ১৩০ জন সুস্থ হয়ে উঠেছেন বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মহারাষ্ট্রে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিললেও, সেই ১০৮ জন আক্রান্তের মধ্যে ৪২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে দিল্লিতেও ৭৯ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গুজরাটের ৪৩ জন আক্রান্তের মধ্যে ১০ জন এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন, তেলঙ্গনাতেও  ৪১ জন আক্রান্তের মধ্যে ১০ জন সুস্থ হয়ে উঠেছেন। কেরল ও তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৮ ও ৩৪-এ পৌঁছলেও, সেখানে আবার সুস্থতার হার কম। কেরলে কেবলমাত্র একজনই এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন, অন্যদিকে তামিলনাড়ুতে সুস্থতার হার এখনও শূন্য।

দেশের মধ্যে কর্নাটকেই প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। বর্তমানে সেই আক্রান্তের সংখ্যা ৩১-এ বেড়ে দাঁড়িয়েছে। এরমধ্যে ১৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

রাজ্যেও খোঁজ মিলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এখনও অবধি মোট ৬ জনের দেহে ওমিক্রন সংক্রমণ পাওয়া গিয়েছে। এদের মধ্যে রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসকও, যার বিদেশে ভ্রমণের কোনও ইতিহাস নেই। এই কারণেই তৈরি হয়েছে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা।

যে রাজ্যগুলিতে ওমিক্রন সংক্রমণ এখনও ১০-র নীচে রয়েছে, সেই রাজ্যগুলি হল হরিয়ানা, ওড়িশা, অন্ধ্র প্রদেশ। এই চিন রাজ্যেই ৪ জন করে আক্রান্তের খোঁজ মিলেছে। এছাড়া জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে ২ জন, চণ্ডীগঢ় ও লাদাখে ১ জন করে আক্রান্তের খোঁজ মিলেছে।

তবে দেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৯৮৭ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৮০২। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ০.২২ শতাংশ, যা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা।।

আরও পড়ুন: Omicron Cases in India: চুপিসারেই থাবা চওড়া করছে ওমিক্রন, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২-এ