Suvendu Adhikari on Bagladesh Issue: ‘আমার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন’, অমিত শাহের সঙ্গে ‘রুদ্ধদ্বার কথা’ শুভেন্দুর

Jyotirmoy Karmokar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 06, 2024 | 5:35 PM

Suvendu Adhikari on Bagladesh Issue: এ দিন, উভয়ের সঙ্গে দেখা করার পর বিজেপি বিধায়ক জানান, "মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষর সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি। ফোনে কথা হয়েছিল। উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন। সেটা নিয়ে কথা হয়েছে।" শুভেন্দু এও বলেছেন, "অমিত শাহর সঙ্গে কাল ফোন করে সময় চেয়েছিলাম। প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে। দুটি বিষয় তাঁকে জানিয়েছি...।"

Suvendu Adhikari on Bagladesh Issue: আমার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন, অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার কথা শুভেন্দুর
অমিত শাহর সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: অগ্নিগর্ভ বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালেই দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন তিনি দিল্লি গিয়েছেন প্রথমে বিষয়টি খোলসা না হলেও পরে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন তিনি।

এ দিন, উভয়ের সঙ্গে দেখা করার পর বিজেপি বিধায়ক জানান, “মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষর সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি। ফোনে কথা হয়েছিল। উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন। সেটা নিয়ে কথা হয়েছে।” শুভেন্দু এও বলেছেন, “অমিত শাহর সঙ্গে কাল ফোন করে সময় চেয়েছিলাম। প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে। দুটি বিষয় তাঁকে জানিয়েছি…।”

কী কথা হয়েছে শুভেন্দু অধিকারীর?

বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “অমিত শাহ যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য, আমি তাঁর কাছে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন আর কোনও ক্ষতি না হয়, সেটা দেখতে। আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন।” চিন্তিত শুভেন্দু উদ্বেগ প্রকাশ করে এও বলেছেন, “আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। যন্ত্রনাটা আমার ভিতরে রয়েছে। তাই উদ্বেগটা ছিল। উদ্বেগটা নিরসনের জন্য এসেছিলাম। সেটা নিরসন হয়েছে।”

বস্তুত, গতকাল বাংলাদেশের অস্থিরতা তৈরির আগেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন।” আজ আবারও সেই ইস্যুতে সোজা দিল্লি উড়ে যান বিরোধী দলনেতা

Next Article